Arunachal Pradesh:’অপহৃত’কে বৈদ্যুতিক শক-লাথি মেরেছিল চিনের সেনা: বিস্ফোরক অভিযোগ

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া যুবককে নিয়ে এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। অরুণাচল প্রদেশ থেকে চিনের সেনাবাহিনী যে ভারতীয় কিশোরকে…

Arunachal Pradesh:'অপহৃত'কে বৈদ্যুতিক শক-লাথি মেরেছিল চিনের সেনা: বিস্ফোরক অভিযোগ

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া যুবককে নিয়ে এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। অরুণাচল প্রদেশ থেকে চিনের সেনাবাহিনী যে ভারতীয় কিশোরকে ‘অপহরণ’ করেছিল বলে অভিযোগ করা হয়েছিল, তাকে সম্প্রতি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ছেলেকে পেয়ে মিরামের বাবা ওপাং তারন অভিযোগ করে জানান, পুরো ঘটনা মিরামকে ভয় পাইয়ে দিয়েছে। সে মানসিকভাবে বিধ্বস্ত। তাকে পেছন থেকে লাথি মেরে প্রথমে হালকা বৈদ্যুতিক শক দেওয়া হয়। তাকে বেশিরভাগ সময় চোখ বাঁধা অবস্থায় রাখা হত এবং বন্দীদশার সময় তার হাত বাঁধা ছিল। শুধু খাবারের সময় তাঁর হাত, মুখ খুলে দেওয়া হত।

সোমবার সন্ধ্যায় আপার সিয়াং জেলার টুটিং-এ একটি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনী মিরাম তারনকে তার বাবা-মায়ের সাথে পুনরায় একত্রিত করে। এদিকে যুবক বাড়ি ফিরতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের নেতারা।

Advertisements

১৭ বছর বয়সী মিরামকে গত ১৮ জানুয়ারি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে লুংটা জোর এলাকা থেকে ড্রাগন বাহিনী অপহরণ করে বলে অভিযোগ করা হয়। সেইসময় মিরাম তার বন্ধু জনি ইয়াইংয়ের সঙ্গে শিকার ভ্রমণে গিয়েছিলেন। ইয়াইং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানান।