ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা, প্রাক্তন মন্ত্রী চিন্ময়ানন্দ ঘোর বিপাকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayananda) বিরুদ্ধে ধর্ষণের মামলায় নতুন মোড়। চিন্ময়ানন্দকে গ্রেফতার করতে জামিন অযোগ্য…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিজেপির শীর্ষ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের (Swami Chinmayananda) বিরুদ্ধে ধর্ষণের মামলায় নতুন মোড়। চিন্ময়ানন্দকে গ্রেফতার করতে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।

পিটিআই ও আইএএনএস সংবাদ সংস্থা জানাচ্ছে, উত্তর প্রদেশের শাহজাহানপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ধর্ষণ মামলায় স্বামী চিন্ময়ানন্দকে হাজিরার নির্দেশ দেন। কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

   

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ। ধর্ষিতার বাবার অভিযোগ নিয়েই মামলা চলছে। এই মামলায় ২০১৯ সালে চিন্ময়ানন্দকে জেলে পাঠানো হয়। পরে জামিন পান তিনি। এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।