Sikkim: সিকিমে দুর্ঘটনায় একাধিক সেনা জওয়ান নিহত

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। একাধিক জওয়ান নিহত। সিকিমে এই দুর্ঘটনা ঘটেছে।  সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় তিনজন সেমাকর্মীর মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত…

Army Vehicle Accident Reported at Dalapchand in Pakyong District, Sikkim

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। একাধিক জওয়ান নিহত। সিকিমে এই দুর্ঘটনা ঘটেছে।  সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় তিনজন সেমাকর্মীর মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে, গত 27শে আগস্ট ট্রান্স-অরুণাচল হাইওয়ের আপার সুবনসিরিতে তাপি এলাকার কাছে একটি ঘাটে পড়ে যাওয়া ট্রাকটিতে তিন সেনা সদস্য নিহত হন।

   

গত জুন মাসে অনুরূপ একটি ঘটনায়, চিনের লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় সেনারা ট্যাঙ্ক একটি নদী পার হওয়ার সময় আকস্মিক বন্যায় ভেসে যাওয়ার পরে সেনাবাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হয়েছিল।

পার্বত্য রাজ্য সিকিমে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে আগেও পড়েছে। ২০২২ সালের ২৩ ডিসেম্বর সেনাবাহিনীর তিন জুনিয়র কমিশনড অফিসার ও ১৩ জন জওয়ানসহ মোট ১৬ দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের ট্রাকটি খাড়া ঢাল থেকে ছিটকে পড়ে এবং একটি খাদে পড়ে গেছিল। এই দুর্ঘটনাটি ঘটেছিল উত্তর সিকিমের জেমায়। এবার পাকিয়ংয়ে গাড়ি খাদে পড়ে সেনা কর্মীদের মৃত্যু হল ফের।