ভারত ভূখণ্ডে চিনা নির্মাণের কড়া ভাষায় জবাব বিদেশ-মুখপাত্র বঙ্গ-তনয় অরিন্দমের

লাদাখের প্যাংগং লেক (Pangong Lake)  নিয়েে বিতর্কের শেষ নেই। এই বিতর্কে আগুনে এবার আরও একবার নতুন করে ঘি পড়েছে। দাবি উঠেছে যে প্যাংগং লেকে এবং…

লাদাখের প্যাংগং লেক (Pangong Lake)  নিয়েে বিতর্কের শেষ নেই। এই বিতর্কে আগুনে এবার আরও একবার নতুন করে ঘি পড়েছে। দাবি উঠেছে যে প্যাংগং লেকে এবং তার আশেপাশে চিন (China) দ্বিতীয় সেতু নির্মাণ করছে। আর সেই ছবি উপগ্রহ চিত্রেও নাকি ধরা পড়েছে।

এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশ মন্ত্রক। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, ‘ব্রিজ নিয়ে রিপোর্ট দেখেছি, এটা সামরিক বিষয়, এ নিয়ে কিছু বলতে পারব না। আমরা এটিকে একটি অনুমোদিত এলাকা বলে মনে করি।’

   

অরিন্দম বাগচী আরও বলেন, ‘চিনের সঙ্গে আলোচনা চলছে। আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চিনের ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছি। চিনের বিদেশমন্ত্রীও এসেছেন। আমরাও আমাদের প্রত্যাশাকে তাদের সামনে তুলে ধরেছি। এটি চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করতে হবে।’

গুঞ্জন উঠেছে যে পূর্ব লাদাখের বিতর্কিত প্যাংগং লেকের উপর দ্বিতীয় সেতু তৈরির কাজ শুরু করেছে চিনের পিএলএ। ওপেন সোর্স ইন্টেলিজেন্স, দাইমরাফা (ড্যামিন সিমোন) উপগ্রহ চিত্রের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। তবে চিনও প্রথম সেতুর মতো নিজেদের এক্তিয়ারভুক্ত লেকের উপর এই সেতু তৈরির কাজ শুরু করেছে, কিন্তু উদ্বেগের বিষয় হল, ভারত সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই এটি তৈরি করা হয়েছে।