কুনো অভয়ারণ্যে ফের মৃত্যু চিতার, গত ৫ মাসে ৭টি বাঘের মৃত্যু

ফের মৃত্যু দক্ষিণ আফ্রিকা থেকে মধ্য প্রদেশে আনা চিতা বাঘের। মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এই নিয়ে গত ৫ মাসে ৭ টি বাঘের মৃত্যু হল।…

ফের মৃত্যু দক্ষিণ আফ্রিকা থেকে মধ্য প্রদেশে আনা চিতা বাঘের। মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এই নিয়ে গত ৫ মাসে ৭ টি বাঘের মৃত্যু হল। মঙ্গলবার (জুলাই ১১) মৃত্যু হল তেজাস নামের বাঘের।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে মনিটরিং টিম মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ চিতার গলার উপরের দিকে ক্ষতের চিহ্ণ দেখতে পান। তবে শেষ রক্ষা হয়নি। এদিন দুপুর ২ টোর সময় মৃত্যু হয় তেজাসের।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই আরও দুটো চিতা কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়। এই পার্ক রয়েছে শিওপুর জেলায়। দুটো চিতার যোগ এবং তেজাসের মৃত্যুর পর এই মুহূর্তে কুনো পার্কের জঙ্গলে রয়েছে ১১ টি বাঘ।
সোমবার দুটো পুরুষ চিতা প্রভাস এবং পভককে কেএনপি-তে ছাড়া হয়। এমনটাই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে শিওপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার পি কে বর্মা। এই দুটো বাঘও দক্ষণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ টি নামিবিয়ান চিতা কেএনপি-তে ছাড়েন। এদের মধ্যে ৫ মেয়ে চিতা এবং ৩ টি পুরুষ চিতা। চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি আরও ১২ টি চিতা দক্ষণ আফ্রিকা থেকে কেএনপি-তে আনা হয়। এর মধ্যে ৭ টি ছেলে বাঘ এবং ৫ টি মেয়ে বাঘ।

গোটা দেশজুড়ে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi Birthday) ৭২ তম জন্মদিন পালন করা হয়। এদিকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে ৭ দশক পর ভারতে ফেরে চিতা (Cheetah)। ভারতীয় বায়ুসেনার চিনুক বিমানে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশে আনা হয় ৮টি চিতাকে। তাঁদের কুনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। অভয়ারণ্যে নিজের হাতে চিতাগুলিকে ছেড়ে দেন প্রধানমন্ত্রী বলে খবর।

উল্লেখ্য, ১৯৫২ সালে দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী। তবে ভারতে চিতার সমগোত্রীয় লেপার্ডের দেখা মেলে। সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বর ৫টি স্ত্রী ও ৩টি পুরুষ-সহ ৮টি চিতা চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৭২ তম জন্মদিনে সমস্ত আফ্রিকান চিতাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান। পার্কের কোয়ারেন্টাইন এনক্লোজারে আফ্রিকান চিতাগুলিকে ছেড়ে দেন।