অমরাবতী: শনিবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা শহরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের (Stampede) ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৯ জনের। গুরুতর আহত বহু। পদপিষ্ট হয়ে মৃতদের মধ্যে ২ জন শিশুও ছিল বলে জানা গিয়েছে। একাদশী উপলক্ষে এদিন ভোরে মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।
হতাহতের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। এক্সে তিনি লেখেন, “শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হওয়ার ঘটনা অত্যন্ত শোকের। এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
পাশাপাশি, আহতদের সঠিক এবং দ্রুত চিকিৎসা প্রদানের জন্য আধিকারিকদের করা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে নাইডু (Chandrababu Naidu)। স্থানীয় আধিকারিকদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিপূরণের ব্যাবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
মৃতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
শনিবার অন্ধ্র মন্দিরে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী জাতীয় তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সেইসঙ্গে আহতদের জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের প্রতি প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”
চলতি বছর রাজ্যের তৃতীয় মন্দিরে মর্মান্তিক ঘটনা
প্রসঙ্গত, এই নিয়ে চলতি বছর অন্ধ্রপ্রদেশে তৃতীয়বার পদপিষ্টের ঘটনা ঘটল। এর আগে ৩০ এপ্রিল বিশাখাপট্টনমের সীমাঞ্চলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের নবনির্মিত দেওয়াল প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেদিন মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টারের সামনে ভয়াবহ ওই দুর্ঘটনাটি ঘটে। তাঁর আগে ৮ জানুয়ায়ি তিরুপতি মন্দিরের মূর্তি দর্শনের ‘বিশেষ টিকিট’ বিলির লাইনে পদপিষ্টের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়।
