অনলাইন গেমে হেরে আত্মঘাতী ১১ বছরের বালক

অনলাইন গেম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে এক ১১ বছরের বালক মা-বাবার অজান্তেই খেলতে শুরু করেছিল অনলাইন গেম। সেই গিমে সে…

অনলাইন গেম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে এক ১১ বছরের বালক মা-বাবার অজান্তেই খেলতে শুরু করেছিল অনলাইন গেম। সেই গিমে সে হেরে গিয়েছিল ফলে অনেক টাকা নষ্ট হয় এই ঘটনার জেরে গত সপ্তাহে ওই নাবালক আত্মহত্যা করে। এরপরই ওই অনলাইন গেম নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ঘটনার জেরে নেটিজেনরা অনেকেই দাবি করেছেন অনলাইন গেম বন্ধ করতে অবিলম্বে কঠোর অবস্থানের মধ্য প্রদেশ সরকার। কারণ বাচ্চারা ক্রমশই অনলাইন গেম আসক্ত হয়ে পড়ছে এবং সেখান থেকেই ঘটে চলেছে নানা দুর্ঘটনা নেটিজেনদের অভিভাবকদের দাবি মেনে মধ্যপ্রদেশে বিজেপি সরকার শেষ পর্যন্ত অনলাইন গেম বন্ধ করতে আইন তৈরির পরিকল্পনা করছে বলে খবর।

রাজ্য পুলিশ জানিয়েছে সম্প্রতি ভোপালের শঙ্করাচার্য নগরের। 11 বছরের বালক সূর্যাংশ ওঝা তার ভাইয়ের সঙ্গে ফ্রী ফায়ার গেম খেলছিল। গেম খেলার জন্য সূর্য বাড়ি থেকে 6 হাজার টাকা চুরি করে। কিন্তু গেম খেলতে গিয়ে সেই হেরে যায় ফলে তার টাকাও চলে যায়। মা-বাবা টাকা চুরির কথা জানতে পেরে সূর্যকে বকাবকি করেন। এরপরই ওই নাবালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে, অতিমাত্রায় অনলাইন গেমের আপত্তির কারণে ওই নাবালক বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছিল তার উপর বাড়ি থেকে টাকা চুরি করে ধরা পড়ে যাওয়ায় সে লজ্জা পেয়েছিল। সর্বোপরি খেলায় হেরে গিয়ে সে আরো হতাশ হয়ে পড়ে সে কারণেই সে আত্মঘাতী হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র জানিয়েছেন অনলাইন গেম বন্ধ করতে কঠোর বিধিনিষেধ জারি করা হবে। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। এখনই যদি এই অনলাইন গেম এর উপর বিধিনিষেধ আরোপ করা না যায় তবে বহু মা বাবা সন্তান হারাবেন। জানা গিয়েছে এই নতুন আইন বলে সব ধরনের অনলাইন গেমিং এর মতো অপরাধে রাশ টানার চেষ্টা হবে। নিষিদ্ধ করা হবে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ। ছোটদের ক্ষতি করে এমন কোন অনলাইন গেম চালালে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।