Amitabh Bachchan: কোকিলাবেন থেকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে বাড়ি ফিরলেন অমিতাভ

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, এই খবর সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। সূত্রের খবর, শাহেনশার অ্যাঞ্জিওপ্লাস্টি পুরোপুরি সফল। ইতিমধ্যেই…

amitabh bachchan

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, এই খবর সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। সূত্রের খবর, শাহেনশার অ্যাঞ্জিওপ্লাস্টি পুরোপুরি সফল। ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন অমিতাভ।সেখানেই আপতত তাঁর চিকিৎসা চলবে বলে সূত্রের খবর।

সাধারণত, রোগীর হার্টের অসুখের ক্ষেত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। কিন্তু অমিতাভের পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে আজ। কারন অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল, সেইখানে রক্ত চলাচল যাতে সঠিক হয় সেইজন্যই অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন কোকিলাবেনের ডাক্তাররা। তবে অভিনেতা বা তাঁর পরিবারের তরফে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। যদিও এদিনও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় ছিলেন বিগবী। দুপুর বারোটার পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বরাবরের মতো কৃতজ্ঞ’। অপারেশনের পর তিনি ভালো আছেন, এমনটা বোঝাতেই এই পোস্ট, ধারণা অনেকের।

এর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কেবিসির সেটে ঘটেছিল সেই দুর্ঘটনা। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়। খুব সম্ভবত সেই চোটের জন্যই এদিন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার।আপাতত সকলে দ্রুত আরোগ্য কামনা করছেন বর্ষীয়ান অভিনেতার।