রাহুলের যাত্রাকে “অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা” বলে কটাক্ষ অমিত শাহের

নয়াদিল্লি: নির্বাচনে জিততে রাহুল গান্ধী (Rahul Gandhi) “অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা”য় নেমেছেন বলে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে…

নয়াদিল্লি: নির্বাচনে জিততে রাহুল গান্ধী (Rahul Gandhi) “অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা”য় নেমেছেন বলে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত জনসভায় অনুপ্রবেশকারী (Infiltrators) মুক্ত নির্বাচন করতে বিজেপি যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পক্ষে অনড় সেই কথা ফের মনে করিয়ে দেন অমিত শাহ। নির্বাচনে যাতে কোনও ভুয়ো ভোটার ভোট দিতে না পারেন সেদিকে জনগণকেও নজর রাখার আর্জি জানান তিনি।

বলা বাহুল্য, এসআইআর (SIR) নিয়ে সরগরম ভোটমুখী বিহারের রাজ্য রাজনীতি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বিজেপি মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চায় অভিযোগ তুলে ১৩০০ কিলোমিটার দীর্ঘ ভোটার অধিকার যাত্রা (Voter Adhikar Yatra) সেরেছেন লোকসভার বিরোধী সাংসদ রাহুল গান্ধী। অন্যদিকে, অনুপ্রবেশকারীদের বাঁচিয়ে কংগ্রেস, আরজেডি, তৃণমূল সহ বিরোধীরা নির্বাচনে জেতার পথ প্রশস্ত করতে চাইছে বলে সরব গেরুয়া শিবির।

   

প্রধানমন্ত্রীর জন্মদিনে স্বরাষ্ট্র মন্ত্রীর একগুচ্ছ উদ্বোধন

Advertisements

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি, দিল্লির জনসভা থেকে দিল্লিবাসীর জন্য ১০১ টি আয়ুষ্মান আরোগ্য মন্দির উৎসর্গ করেন অমিত শাহ। পাশাপাশি দিল্লি সরকারের প্রায় ১৬০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর ৭৫ তো জন্মদিন উপুক্ষে বিজেপির আয়োজিত “সেবা পাখওয়াডা” নিয়ে অমিত শাহ বলেন, “শুধুমাত্র দেশজুড়েই নয়, দেশের বাইরে থেকেও নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছেন।” “দেশমাতৃকার সেবায় ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে”, বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রী।