Amit Shah: ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় অশান্তির (Ram Navami Violence) ঘটনা ঘটেছে। তেমনই অশান্ত রয়েছে বিহার। রবিবার বিহারে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)…

Home Minister Amit Shah at DGP-IGP conference

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় অশান্তির (Ram Navami Violence) ঘটনা ঘটেছে। তেমনই অশান্ত রয়েছে বিহার। রবিবার বিহারে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অমিত শাহ। সেখান থেকে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন। তিনি বলেন, ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে।

Advertisements

রবিবার বিহারে দলীয় কর্মসূচিতে যোগদান করেন শাহ। সাসারামের অশান্ত পরিবেশের কারণে নওয়াদায় সভা করেন তিনি।

   

অমিত শাহর সাফ বার্তা, বিহারের মানুষ উদ্বিগ্ন। ২০২৪ সালে মোদীজিকে সব আসন দিয়ে দিন – ৪০ টি মধ্যে ৪০ টি আসনই দিন। আর ২০২৫ সালে বিজেপির সরকার গঠন করুন। এই দাঙ্গাবাজদের উলটো ঝুলিয়ে সোজা করার কাজ করবে ভারতীয় জনতা পার্টি।