Amit Shah: সাহস দেখাতে কোনওদিন পিছ পা হয়নি বিএসএফ

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনসকান্থা জেলার নাদাবেতে বর্ডার ভিউ পয়েন্টের উদ্বোধন করলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ একাধিক নেতা।…

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনসকান্থা জেলার নাদাবেতে বর্ডার ভিউ পয়েন্টের উদ্বোধন করলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ একাধিক নেতা। এদিনের অনুষ্ঠানে বিএসএফের ভূয়সী প্রশংসা অবধি করলেন শাহ।

ভিউ পয়েন্টের সূচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখনই দেশের সামনে কোনও সমস্যা হয়, বিএসএফ কখনও সাহস দেখাতে পিছপা হয় না। বিএসএফ সব সময় নিজেদের সেরাটা দিয়েছে। একটি মহাবীর চক্র, ৪টি কীর্তি চক্র, ১৩টি বীরচক্র, ১৩টি শৌর্যচক্র এবং অসংখ্য ত্যাগের অমর গাথা নিয়ে বিএসএফ নিজেদের লক্ষ্যে এগিয়ে গিয়েছে। দেশ বিএসএফকে নিয়ে গর্বিত। নাদাবেট ভিউ পয়েন্ট আরও একবার আমাদের নায়কদের গল্পগুলি আমাদের সামনে তুলে ধরবে। এখানে এসে ছোটদের মনেও দেশাত্মবোধ জাগে। এর ফলে পর্যটনও বাড়বে’।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে গুজরাটের এই জায়গাটি প্রথম সীমান্ত বিন্দু হবে যেখানে বাঘা সীমান্তের মতো, দর্শকদের গ্যালারি, ফটো গ্যালারি এবং অস্ত্র ও ট্যাঙ্কগুলিও প্রদর্শন করা হবে। তবে শুধুমাত্র বিএসএফ কর্মীরাই নাদাবেত-এ অনুষ্ঠান করতে পারবেন। এখানে বাঘা সীমান্তের মতো কোনও পশ্চাদপসরণ অনুষ্ঠান হবে না। জানা গিয়েছে, ভারত-পাক সীমান্তের ২০-২৫ কিলোমিটার আগে নাদাবাতে বিন্দুটি তৈরি করা হয়েছে। আমেদাবাদ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত নাদাবেত।

জায়গাটি পর্যটকদের যথেষ্ট আকৃষ্ট করবে বলে ধারনা করছে বিশিষ্ট মহল। সীমান্তে কাঁটাতারের তারে হাত দিতে পারবেন পর্যটকরা। এ ছাড়া বিদেশি পাখি ও ওয়াচ টাওয়ার থেকেও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন সকলে। এখানে পর্যটকরা বিভিন্ন কাজ করতে পারবেন। সেইসঙ্গে যেসব বীরেরা দেশের জন্য নিজেদের প্রাণ রক্ষা করেছেন তাঁদের গল্পও বলা হবে।