জোর কদমে চলছে প্রচার। দরজায় দরজায় যাচ্ছেন অমিত শাহ (Amit Shah)। শাহারানপুরে সোরগোল। করোনা-বিধি (Covid 19) সোনার পাথর বাটি।
জনতার দরবার স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। কর্মসূচিতে উপচে পড়া ভিড়। রাস্তায়, বাড়ির ছাদে গিজগিজ করছে লোক। হেঁটে যাচ্ছেন অমিত শাহ। দুরত্ব বিধি গিয়েছে ঘুচে। অদৃশ্য হয়েছে মাস্ক।
নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের দিনেই পইপই করে অতিমারি সম্পর্কে সতর্ক করে দিয়েছিল নির্বাচন কমিশন। সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছেন কমিশনের আধিকারিকরা। জন-প্রতিনিধিরা বোধহয় ভুলে গিয়েছেন সে কথা। থিকথিকে ভিড়ের মাঝে অমিত শাহের মুখেও নেই মাস্ক। সাধারণ মানুষের মুখেও যথারীতি কোভিড বর্জিত হাসি। সর্বভারতীয় সংবাদ সংস্থার ক্যামেরায় উঠে এসেছে এমনই ছবি।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কী কী বলা হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে?
- বুথ বাড়ছে ১৬ শতাংশ।
- বুথ পিছু কমছে ভোটার।
- সুষ্ঠুভাবে ভোট করানোর ওপর দেওয়া হয়েছে জোর। প্রতি বুথে ১৫০০র বদলে ১২৫০ জন ভোটার হয়েছে।
- ইভিএম মেশিনের পাশাপাশি থাকবে ভিভিপ্যাট।
- প্রার্থীরা অনলাইনেও জমা দিতে পারবেন মনোনয়ন।
- ১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রা, বাইক র্যালিতে নিষেধাজ্ঞা।
- বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচীতে সর্বাধিক ৫ জন।
- ঘোষণা করাই সার। বিচিত্র দেশের বিচিত্র রাজনীতি। সত্য!