খুনের কারণ কী? এটা যেমন প্রশ্ন, তেমনই খুনির মানসিক গঠন নিয়েও চমকিত অপরাধ বিশেষজ্ঞরা। দুই শিশুকে খুন করে তাদের চোখ খুবলে, কান ছিঁড়ে নিয়েছে খুনি। ভয়াবহ এই ঘটনা ঝাড়খণ্ডের (Jharkhand) পাকুড়ে। অপরাধী পলাতক।
পাকুড় জেলার আমড়াপাড়া থানার অম্বাডিহা গ্রামে শুক্রবার এই খুনের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অপরাধী অধরা। গোটা গ্রামে ছড়িয়েছে ভয়। মৃত দুই শিশুর নাম তথা বাবুলাল ও মর্শিলা মারান্ডি।
খুনের ঘটনায় অভিযুক্ত মৃত দুই নাবালকের কাকা নেহরুলাল মারান্ডি। তার পরিবারের কয়েকজন সদস্যকে তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ।
পারিবারিক কোনও ঝামেলার কারণে খুন করা হয়েছে দুই শিশুকে, মনে করছে পুলিশ। মৃত দুই শিশুর পিতা প্রেম মারান্ডি জানান, গ্রামের কাছে ষাঁড়ের লড়াই চলছিল। সেই খেলা দেখতে গেছিলাম। তখনই খুন করে ভাই। গ্রামবাসীরা জানান, রাতভর নিখোঁজ দুই শিশুর দেহ শুক্রবার গ্রামের পাশে আলের ধারে দেখা যায়।গ্রামে ছড়ায় ভয়। এর মাঝে নিখোঁজ হয়ে যায় নেহরুলাল মারান্ডি। সন্দেহ সেই খুন করেছে।
পাকুড় হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাগোয়া। পলাতক ব্যক্তি পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে এমনই মনে করছে ঝাড়খণ্ড পুলিশ। বীরভূম জেলা পুলিশের কাছে তার বিবরণ দিয়ে বার্তা পাঠানো হয়েছে।