অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বৈবাহিক অনুষ্ঠানের বিলাসবহুল ক্রুজের যাত্রাপথ ইতিমধ্যেই জানা গেছে। ১লা জুন ক্রুজেই সম্পন্ন হবে প্রাক-বিবাহের উৎসবের দ্বিতীয় পর্যায়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের অভিনেতা থেকে শুরু করে দুনিয়ার তামাম বিশিষ্টরা। অনুষ্ঠানটির শুরু ইতালিতে, শেষ ১লা জুন ফ্রান্সে। ইতিমধ্যেই ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিমন্ত্রিতরা।
প্রকাশ্যে এসেছে অনন্ত-রাধিকার মূল বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত তথ্য। বিবাহের আমন্ত্রণপত্র অনুসারে, ১২ই জুলাই মুম্বাইতেই অনুষ্ঠিত হবে অনন্ত-রাধিকার বিবাহের অনুষ্ঠান। স্থান, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। তবে প্রাক-বৈবাহিক অনুষ্ঠানে জাঁকজমক থাকলেও, বিবাহ সম্পন্ন হবে সনাতন হিন্দু বৈদিক রীতি মেনেই।
‘সম্মানহানি-ষড়যন্ত্র’, ইডির সমন নিয়ে বিস্ফোরক ঋতুপর্ণা সেনগুপ্ত
১২ই জুলাই শুক্রবার ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাঙ্গলিক রীতি-রেওয়াজ শুরু হবে। শনিবার, ১৩ই জুলাই অনুষ্ঠিত হবে আশীর্বাদের অনুষ্ঠান। ৪ঠা জুলাই, রবিবার অনুষ্ঠিত হবে ‘মঙ্গল উৎসব’ বা বিবাহের সংবর্ধনার অনুষ্ঠান। প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছে পোশাক বিধি।
প্রসঙ্গত, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের প্রথম অনুষ্ঠানের উদযাপন হয় ১লা মার্চ থেকে ৩রা মার্চ গুজরাটের জামনগরে। সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা থেকে শুরু করে বিশ্ববিশিষ্ট ব্যক্তিরা। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ, হলিউড খ্যাত গায়িকা রিহানা।