পরিবেশ বাঁচাতে সর্বভারতীয় বিজ্ঞান সম্মেলন

Saving Environment

Science Conference: পরিবেশ আন্দোলন তীব্রতর করার অঙ্গীকারে সর্বভারতীয় বিজ্ঞান সম্মেলন হবে ৮-১০ ফেব্রুয়ারি কেরালার তিরুবনন্তপুরম।

Advertisements

পরিবেশ যে বাঁচাতে হবে সে বিষয়ে প্রায় কারোরই দ্বিমত নেই। বিশ্বজুড়ে উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, একের পর এক ঘটে চলা প্রাকৃতিক বিপর্যয়, সমুদ্রে জলস্তরের বৃদ্ধি ইত্যাদি নানাবিধ উপসর্গ থেকে আমরা সবাই জানছি, বুঝছি, সর্বোপরি প্রত্যহ প্রত্যক্ষ করছি পরিবেশের পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন সামাল দিতে কে দায়িত্ব নেবে, কতটা দায়িত্ব নেবে – সে বিষয়ে বিভিন্ন মতের দ্বন্দ্ব। বছর বছর বিভিন্ন মিটিং-অ্যাসেম্বলি হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু এ বলে দোষ তোমার, আমরা দায়িত্ব নেবো না – ওপর পক্ষেরও দাবি সেটাই।

Science conference

উন্নত দেশগুলি তাদের পরিকাঠামো তৈরি করেছে পরিবেশের ওপর ব্যাপক কার্বনের বোঝা চাপিয়ে। আজ তারা উন্নয়নশীল দেশ গুলিকে বলছে তাদের উন্নয়ন করতে হবে যত কম সম্ভব কার্বন সংযোগ করে। স্বভাবতই উন্নয়নশীল দেশগুলি তা মানতে রাজি নয়। তারা দাবি করে উন্নত দেশগুলিকে প্রযুক্তি, পরিকাঠামো দিয়ে সাহায্য করতে হবে।

Advertisements

এই চাপান উতরের মধ্যে বছরের পর বছর পরিবেশের ওপর কার্বনের বোঝা বেড়েই চলেছে। পরিবেশ সংকট হচ্ছে প্রবল। এমতাবস্থায় প্রয়োজন সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করে, সংঘবদ্ধ পরিবেশ আন্দোলন তৈরি করা। দায়িত্বশীল বিজ্ঞান সংগঠন হিসেবে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, সারা দেশজুড়ে পরিবেশ আন্দোলন সংগঠিত করার চেষ্টায় রত।

এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে, ভারতবর্ষে পরিবেশ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী ৮-১০ ফেব্রুয়ারি, কেরালার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত বিজ্ঞান সম্মেলন।