Atiq Ahmed Murder: আতিক-আশরাফ হত্যার ‘প্রতিশোধ’ নিতে ভারতকে হুমকি আল কায়েদার

Al-Qaeda logo on a black background

মাফিয়া ডন ও বাহুবলী আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদকে হত্যার (Atiq Ahmed Murder) বিষয়ে ভারতকে হুমকি দিয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদা (Al-Qaeda)। শুধু তাই নয়, আতিক আহমেদকেও শহীদ ঘোষণা করেছে আল-কায়েদা। আল-কায়েদা বলেছে, আমরা ভারত থেকে আতিক ও আশরাফ আহমেদের মৃত্যুর প্রতিশোধ নেব।

আল-কায়েদা সাত পৃষ্ঠা জারি করে বলেছে যে তারা এই ‘গণহত্যার’ প্রতিশোধ নেবে। আল-কায়েদা তাদের ঈদ বার্তায় বিহারের সহিংসতার কথাও উল্লেখ করেছে। আল-কায়েদা বলেছে, বিহার ও কাশ্মীরে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। ভারত ছাড়াও আল-কায়েদা প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, বাংলাদেশ, সৌদি, ইয়েমেন ও আমেরিকায় আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে।

   

পাকিস্তান ও বাংলাদেশে মুসলমানদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আল-কায়েদা অভিযোগ করেছে যে বাংলাদেশে ‘হিন্দু প্রভাব’ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) প্রধান উসামা মাহমুদ বলেছেন যে আমরা আমাদের এজেন্ডাকে এগিয়ে নিতে সক্ষম।

গত বছরও হুমকি দেওয়া হয়েছিল
আল কায়েদা গত বছর ভারতে আত্মঘাতী হামলা চালানোর হুমকিও দিয়েছিল। নবী মোহাম্মদকে নিয়ে কথিত মন্তব্যের বিষয়ে আল কায়েদা বলেছিল যে আমরা নবীর মর্যাদার জন্য লড়াই করতে প্রস্তুত। তখন রাজধানী দিল্লি, মুম্বাই, গুজরাট ও উত্তরপ্রদেশে হামলা চালানোর হুমকি দিয়েছিল আল কায়েদা।
লাদেন আল-কায়েদা প্রতিষ্ঠা করেছিলেন

আল-কায়েদা একটি ইসলামিক চরমপন্থী সংগঠন। এটি ১৯৮০ সালে ওসামা বিন লাদেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ওসামা বিন লাদেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অ্যাবোটাবাদে ২ মে ২০১১-এ মার্কিন সামরিক বাহিনীর হাতে নিহত হন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন