ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়াগামী উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Air India cancels Russia-bound flight amid Ukraine war

নয়াদিল্লি থেকে মস্কোগামী বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India)। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার দিল্লি থেকে মস্কোগামী বিমান বাতিল হয়েছে।  এয়ার ইন্ডিয়া জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে বিমানের বিমা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু বিমান বাতিল করাই নয়, এয়ার ইন্ডিয়া দিল্লি-মস্কো-দিল্লি রুটের বিমানের টিকিট বিক্রিও সাময়িক বন্ধ রেখেছে।

বৃহস্পতিবার রুশ দূতাবাস জানিয়েছে, বর্তমানে টাটা গোষ্ঠীর অধীনে থাকা এয়ার ইন্ডিয়া দিল্লি-মস্কো রুটের বিমানের টিকিট বিক্রি সাময়িক বন্ধ রেখেছে। কবে থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো বিমান চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। এয়ার ইন্ডিয়া এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিলে তা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই মস্কো যাওয়ার বা সেখান থেকে দিল্লি ফেরার টিকিট কেটেছেন তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে।

   

রুশ দূতাবাস আরও জানিয়েছে, বিমান বাতিলের সিদ্ধান্তে রাশিয়া থেকে ভারতে ফেরা বা দিল্লি থেকে মস্কোয় আসার ক্ষেত্রে যাত্রীরা বিশেষ সমস্যায় পড়বেন না। কারণ দিল্লি থেকে দুবাই, ইস্তানবুল, আবুধাবি-সহ অন্যান্য জায়গার মাধ্যমে ট্রান্সজিট রুটের সাহায্যে দিল্লি-মস্কো যাতায়াত করা যাবে। তবে এ ক্ষেত্রে দিল্লি থেকে মস্কো আসতে যেতে সময় কিছুটা বেশি লাগবে। টিকিটের খরচও কিছুটা বাড়বে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন