জম্মু-কাশ্মীর ব্যাংক জালিয়াতি মামলায় ইডির জেরা ওমর আবদুল্লাকে

জম্মু ও কাশ্মীর ব্যাংক জালিয়াতির ঘটনায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জেরা করল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে(Omar Abdullah)। দিল্লিতে তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন ওমর। কেন্দ্রীয়…

Omar Abdullah in Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীর ব্যাংক জালিয়াতির ঘটনায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জেরা করল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে(Omar Abdullah)। দিল্লিতে তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন ওমর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা দীর্ঘক্ষণ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করেন।

উল্লেখ্য, ২০১০ সালে জম্মু-কাশ্মীর ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় অবশ্য ওমরের প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই। কিছুদিন আগে ব্যাংক কেলেঙ্কারি কাণ্ডের মূল চক্রী তথা জম্মু-কাশ্মীর ব্যাংকের ডিরেক্টর নিহাল চন্দ্রকান্ত গড়ওয়ারকে গ্রেফতার করে ইডি। তখনই জানা যায় চন্দ্রকান্তের সঙ্গে ওমরের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সে কারণেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চন্দ্রকান্তকে গ্রেফতার করার পরই ইডি জানিয়েছিল, তদন্তের স্বার্থে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাহায্যের প্রয়োজন হতে পারে। এর পরেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে হাজির হন ওমর।

জম্মু ও কাশ্মীর ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযোগ হল, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি সম্পত্তি গ্রাহকের সুবিধার্থে অনেক বেশি টাকায় কিনতে সাহায্য করেছিল এই ব্যাংক। এই অভিযোগের ভিত্তিতে প্রথমে ঘটনাটির তদন্ত শুরু করে সিবিআই।

২০১৯ সালে ব্যাংকের ডিরেক্টর নামে অভিযোগ দায়ের করে ইডি। সেই অভিযোগের ভিত্তিতেই কিছুদিন আগে গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীর ব্যাংকের ডিরেক্টর নিহাল চন্দ্রকান্তকে।