Agnipath: দক্ষিণে অগ্নিপথ বিক্ষোভের আগুন ছড়াল, সেকেন্দ্রাবাদে গুলিতে মৃত্যু

সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগের প্রতিবাদে এবার অগ্নিপথ বিতর্ক ছড়াল দক্ষিণ ভারতে। অগ্নিপথ (Agnipath) নিয়োগ বিতর্কে প্রবল তেলেঙ্গানা।বিক্ষোভকারীদের হামলা চলেছে সেকেন্দ্রাবাদ স্টেশন। 

হামলা রুখতে রেল পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস চার্জ করে। গুলি চলে। গুলিতে এক যুবকের মৃত্যু হয়। অগ্নিপথ বিতর্কে এই প্রথম কোনও মৃত্যু। তবে মৃত যুবক বিক্ষোভকারী নাকি যাত্রী জানা যায়নি।

   

অগ্নিপথ প্রকল্পের অধীন চুক্তিভিত্তিক ঠিকা সেনা নিয়োগের তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম। রাজনৈতিকদল হিসেবে সরাসরি বিবৃতি দিয়ে সিপিআইএম পলিটব্যুরো দাবি করে অবিলম্বে ‘অগ্নিপথ স্কিম’ বাতিল করতে হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সেনানিয়োগ ৪ বছরের চুক্তির আওতাধীন হতে পারেনা। অবিলম্বে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সেনা নিয়োগ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

এদিকে বিক্ষোভ চরমে পৌ়ঁছে গেছে বিহারে। এ রাজ্যে গত তিন দিন ধরে জ্বলন্ত পরিস্থিতি। হরিয়ানা, উত্তরপ্রদেশেও বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ক্ষোভ। দক্ষিণ ভারতে বিক্ষোভের রেশ তীব্র হতে শুরু করল।

পরিস্থিতি আঁচ করে মোদী সরকার প্রকল্প ঘোষণার একদিন পরেই বয়সের নিয়ম পরিবর্তন করল। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সরকার এই বছর অগ্নিপথ যোজনায় নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করা হচ্ছে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানান, যেভাবে বিক্ষোভ চলছে। সরকার প্রকল্প ঘোষণা করেও পাল্টাচ্ছে নিয়ম তার চেয়ে সেনা বাহিনীতে পুরনো পদ্ধতির নিয়োগই ভালো। এই অগ্নিপথ প্রকল্প বাতিল করা হোক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন