Agnipath: মোদীর ঠিকা সেনা নিয়োগ বিরোধিতায় জ্বলছে বিহার, পুড়ছে জম্মু তাওয়াই

কেন্দ্রের মোদী সরকারের তরফে চুক্তিভিত্তিক বা ঠিকা সেনা নিয়োগ অগ্নিপথ (Agnipath) প্রকল্পে শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। সকালেই লক্ষ্মীসরাই এবং সমস্তিপুরে একটি প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার…

Agnipath: মোদীর ঠিকা সেনা নিয়োগ বিরোধিতায় জ্বলছে বিহার, পুড়ছে জম্মু তাওয়াই

কেন্দ্রের মোদী সরকারের তরফে চুক্তিভিত্তিক বা ঠিকা সেনা নিয়োগ অগ্নিপথ (Agnipath) প্রকল্পে শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। সকালেই লক্ষ্মীসরাই এবং সমস্তিপুরে একটি প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মহিউদ্দিনগর স্টেশনে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন ধরানো হয়।

এদিনেও বিহারের বক্সার, পুর্নিয়া, আরা, বেগুসরাই জুড়ে বিক্ষোভে শামিল হয়েছেন সেনাবাহিনীতে পূর্ণ মেয়াদে নিয়োগ চেয়ে আন্দোলনকারীরা। উত্তরপ্রদেশের বালিয়ায় উত্তপ্ত জনতা একটি স্টেশনের ভিতর প্রবেশ করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এমনকি একটি প্যাসেঞ্জার ট্রেনেও হামলার অভিযোগ উঠেছে। আতঙ্কে নিরাপদ স্থানের দিকে ছোটে আম জনতা৷

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভের আঁচ পশ্চিমবঙ্গেও পড়ল। শুক্রবার সকালে ঠাকুরনগরে চলে রেল অবরোধ। ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়।

Advertisements

অন্যদিকে, গত দু’দিন ধরে দেশজুড়ে বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্র সরকার৷সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে। কিন্তু চাকরি প্রত্যাশীদের দাবি, এধরনের চুক্রিভিত্তিক নিয়োগ চলবে না। সাধারণভাবেই নিয়োগ করতে হবে