Assam: জামিন পেলেও মোদীর সমালোচক জিগনেশকে ফের গ্রেফতার করল পুলিশ

জামিন মিলেছিল ঠিকই। কিন্তু জামিন পেলেও জেলের বাইরে আসতে পারলেন না গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি। তিনি অবশ্য কংগ্রেস নেতা। সোমবার অসম পুলিশ তাঁকে ফের…

জামিন মিলেছিল ঠিকই। কিন্তু জামিন পেলেও জেলের বাইরে আসতে পারলেন না গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি। তিনি অবশ্য কংগ্রেস নেতা। সোমবার অসম পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে। গুজরাটের এই বিধায়ক প্রধানমন্ত্রী ও সংঘ পরিবারের কট্টর সমালোচক। তাঁর একটি টুইটের জেরে অসমের কোকরাঝাড়ে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে গুজরাট থেকে জিগনেশকে (Jignesh Mevani) গ্রেফতার করে এনেছে অসম পুলিশ। অসমেও বিজেপির সরকার।

জিগনেশ মেওয়ানিকে গ্রেফতারের পর তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। জেল থেকে বের হতেই পুলিশ তাকে ফের গ্রেফতার কেন করল তাতে বিতর্ক আরও তীব্র।

জেএনইউ প্রাক্তন ছাত্রনেতা জিগনেশ বরাবরই বিজেপি (BJP) ও প্রধানমন্ত্রীর কট্টর সমালোচক। সম্প্রতি জিগনেশ ট্যুইট করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিহিংসার রাজনীতি করছেন।
এদিন বরপেটা থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরই এই জিগনেশ কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যৌথভাবে আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। এর আগে গেরুয়া শিবির এই একই কাজ করেছে চন্দ্রশেখর আজাদ ও রোহিত ভেমুলার সঙ্গে। এবার ওরা আমাকে নিশানা করেছে। গেরুয়া শিবিরের একটাই কথা তাদের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখা যাবে না। এই কি গণতন্ত্র? বিজেপির বিরুদ্ধে কোনও কথা বললে তাকেই দেশদ্রোহী বলা হয়। এ কোন দেশে আমরা বাস করছি!

জিগনেশ বরাবরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমালোচনা করে থাকেন একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও আরএসএস-এর তীব্র সমালোচনা করেছেন। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বেশ কিছু ট্যুইট করার অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে ট্যুইটার কর্তৃপক্ষ অবশ্য জিগনেশের পোস্টগুলি মুছে দেয়। এরপরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার কারণে অসম পুলিশ জিগনেশকে গ্রেফতার করে।

চলতি বছরের শেষদিকে গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে এই নির্দল বিধায়ককে গ্রেফতার করার ঘটনায় ভিন্নরকম তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।