ফের বার্ড ফ্লু আতঙ্কে ঘুম উড়ল দেশের, মৃত একাধিক মুরগি

এবার বার্ড ফ্লু আতঙ্কে ঘুম উড়ল মহারাষ্ট্রবাসীর (Maharashtra)। একটি পোল্ট্রি ফার্মে মৃত্যু হল ১০০র বেশি মুরগির। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে থানে (Thane) ও পুনে (Pune) এলাকায়।

জানা গিয়েছে, শাহাপুরের (Sahapur) একটি পোল্ট্রি ফার্মে প্রায় ১০০ টি মুরগির মৃত্যুর পর মহারাষ্ট্রের থানে জেলায় বার্ড ফ্লুর ঘটনা নিশ্চিত হয়েছে। সম্প্রতি শাহাপুর তহসিলের ভেহলোলি গ্রামের পোল্ট্রি ফার্মে প্রায় ১০০ টি মুরগি হঠাৎ মারা গেছে। তাদের নমুনাগুলি পরীক্ষার জন্য পুনের একটি ল্যাবে পাঠানো হয়েছিল এবং ফলাফলগুলি নিশ্চিত করেছে যে তারা H5N1 এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে মারা গেছে।

   

থানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাঃ ভাউসাহেব ডাংরে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত খামারের এক কিলোমিটার এলাকার পোল্ট্রি ফার্মগুলিতে প্রায় ২৫,০০০ পাখি পালন করা হচ্ছে, তাঁদের আগামী কয়েক দিনের মধ্যে হত্যা করা হবে। এর পাশাপাশি জেলার পশুপালন বিভাগ অন্যান্য পাখিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ডাঃ ডাংরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন