Manipur: জঙ্গি হানায় ভয়াবহ পরিস্থিতি, কেন্দ্রের কাছে কপ্টার সাহায্য চাইল মণিপুর সরকার

বিজেপি শাসিত মণিপুরে (Manipur) সকাল থেকেই ভয়াবহ জঙ্গি হামলা চলছে। সীমান্ত শহর মোরে-তে জঙ্গিদের রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কমান্ডো। জানা যাচ্ছে, মোরে…

বিজেপি শাসিত মণিপুরে (Manipur) সকাল থেকেই ভয়াবহ জঙ্গি হামলা চলছে। সীমান্ত শহর মোরে-তে জঙ্গিদের রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কমান্ডো। জানা যাচ্ছে, মোরে শহরের অপর দিকে মায়ানমারের টামু থেকে হামলা চলেছে। বর্মী জঙ্গিদের দেওয়া ভারি অস্ত্র নিয়ে মোরে শহরে ফের হামলা করেছে কুকি গোষ্ঠির জঙ্গিরা।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার সাহায্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল।জরুরি প্রয়োজন মেটাতে বুধবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হেলিকপ্টার চেয়েছে মণিপুর সরকার।

মণিপুরের মোরে শহরে ইমা কোন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে ঘুমন্ত অবস্থায় আইআরবি কর্মীদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হাামলায় একজন নিরাপত্তা রক্ষী নিহত হন। একজন আহত হয়।

বুধবার ভোরে চিকিম গ্রামের পাহাড়ের চূড়া থেকে রকেট চালিত গ্রেনেড (RPG) এবং অসংখ্য লাইভ রাউন্ড দিয়ে ইমা কোন্ডং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে থাকা নিরাপত্তা বাহিনীকে অতর্কিত আক্রমণ কর জঙ্গিরা। ঘটনাস্থল থেকে অসম রাইফেলসের রক্ষীরা মাত্র 20 মিটার দূরে ছিল, তারা তাদের বুলেট প্রুফ যান ব্যবহার করে হামলা আটকায়। 

ভারত-মায়ানমার সীমান্তে মোরে শহরে আসাম রাইফেলস, গোর্খা রেজিমেন্ট, বিএসএফ, স্পেশাল কমান্ডো, মোরেহ কমান্ডো, ৫ম ও ৬ষ্ঠ আইআরবি এবং ৮ম মনিপুর রাইফেলসের (এমআর) সমন্বয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমঘর্ষ চলছে  গতবছর ডিসেম্বর মাস থেকে। সীমান্ত শহর মোরে বারবার আক্রান্ত হচ্ছে।