দীর্ঘ প্রতীক্ষার পর জেএনইউ -তে ভোট

নয়াদিল্লি: দীর্ঘ চার বছর পরে এবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হতে চলেছে। আগামী ২২ মার্চ ভোটের দিন ঠিক হয়েছে। ২৪ মার্চ ওই নির্বাচনের…

JNU

নয়াদিল্লি: দীর্ঘ চার বছর পরে এবার জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হতে চলেছে। আগামী ২২ মার্চ ভোটের দিন ঠিক হয়েছে। ২৪ মার্চ ওই নির্বাচনের ফল ঘোষণা হবে। এর আগে ২০১৯ সালে শেষ নির্বাচন হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। তারপর দীর্ঘদিন ধরে নানা টালবাহানায় আটকে ছিল বিশ্ব বিদ্যালয়ের নির্বাচন।

জেএনইউ-এর ছাত্র সংসদের ইলেকশন কমিশন জানিয়েছে, অস্থায়়ী় ভোটার তালিকা প্রকাশ এবং সংশোধনের মাধ্যমে সোমবার থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মনোনয়নের জন্য ফর্ম দেওয়া হবে। ১৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেয়া যাবে। ১৬ মার্চ মনোনয়নগুলির ত্রু স্ক্রুটিনি করা হবে। তারপর ২২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর একটা ও দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাচটা অবধি দু ধাপে ভোট গ্রহণ চলবে।

শুধুমাত্র ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট প্রক্রিয়া হবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, ক্যাম্পাসে ভোটকেন্দ্রিক নানা আলোচনা হবে। এইসব আলোচনার মাধ্যমে বিভিন্ন দলের নীতি লক্ষ্য সম্পর্কে ভোটারদের ধারণা তৈরি হবে। তিনি ছাত্র-ছাত্রীদের এইসব অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রার্থী তালিকা ঘোষণার পর জিবিএম -এর জন্য সময়সূচি দেওয়া হবে।