স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! জারি হাই অ্যালার্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে আত্মাঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনই চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টের পরে দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, দেশের বিভিন্ন…

indian army

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে আত্মাঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনই চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টের পরে দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, দেশের বিভিন্ন ভিআইপিদের টার্গেট করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে।

তামিলনাড়ুতে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত ৫ কলেজ ছাত্র!

   

গোয়েন্দা সূত্রে, ভারতে হামলা চালাতে একাধিক জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। হামলার জন্য বিপুল আর্থিক সাহায্য করা হয়েছে লস্কর ই তৈবা, টিআরএফ ও জইশ ই মহম্মদকে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, উধমপুর, পুঞ্চ ও রাজৌরিরে যে হামলা হয়েছে তাতে সতর্ক হয়ে উঠেছে দেশের নিরাপত্তা বিভাগ। এই মুহূর্তে একাধিক সশস্ত্র জঙ্গি ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে। ভিভিআইপিরাই মূলত তাদের টার্গেট। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এহেন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসায় দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বন্যা প্লাবিত মরুরাজ্য, টানা বৃষ্টিতে রাজস্থানে মৃত ২০

এখানেই শেষ নয়, ভিপাআইপিদের পাশাপাশি ভিড় হয় এমন জায়গায় হামলা চালাতে পারে জঙ্গিরা। তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান। স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী-সহ দেশের অন্যান্য ভিভিআইপিরা দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে থাকেন। ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লিকে। পাশাপাশি ওই বিশেষ দিনে উপত্যকাতেও হামলা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাফিক ব্লকের জের, টানা ১৪ দিন বাতিল প্রচুর ট্রেন

ড্রোনের মাধ্যমে পুঞ্চ ও জম্মুতে বিপুল পরিমাণ হাতিয়ার পাঠিয়েছে আইএসআই। পাশাপাশি বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে টাকা ও মারণাস্ত্র পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাকছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি বাংলাদেশের জেল ভেঙে পালিয়েছে অনেক জঙ্গিরা। এর পাশাপাশি দেশের অন্দরে থাকা সরকার বিরোধী উগ্রপন্থী সংগঠনও হামলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।