অজয় দেবগনের দাবি রাষ্ট্রভাষা হিন্দি, তীব্র প্রতিবাদ দক্ষিণ ভারতে

ট্যুইটারে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করেছিলেন বলিউড তারকা অজয় দেবগন(Ajay Devgan)। কিন্তু এই বলিউড তারকার দাবির বিরুদ্ধে দক্ষিণ ভারতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। হিন্দি নিয়ে…

অজয় দেবগনের দাবি রাষ্ট্রভাষা হিন্দি, তীব্র প্রতিবাদ দক্ষিণ ভারতে

ট্যুইটারে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করেছিলেন বলিউড তারকা অজয় দেবগন(Ajay Devgan)। কিন্তু এই বলিউড তারকার দাবির বিরুদ্ধে দক্ষিণ ভারতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। হিন্দি নিয়ে অজয় দেবগনের এই ট্যুইটকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে শুরু হয়েছে বিজেপি বিরোধী আন্দোলন। কয়েকদিন আগেই দক্ষিণ ভারতীয় অভিনেতা কিচ্ছা সুদীপ দাবি করেছিলেন, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। তারই পাল্টা জবাবে ট্যুইট করে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে উল্লেখ করেছিলেন অজয়।

বৃহস্পতিবার একাধিক দক্ষিণী নেতা অজয়কে মনে করিয়ে দিয়েছেন হিন্দি এখনও রাষ্ট্রভাষা নয়। যার মধ্যে বিজেপির এক মুখ্যমন্ত্রী আছেন। বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই (Basabraj Bommai) বলেছেন, ঠিক কথা বলেছেন সুদীপ। প্রতিটি রাজ্যের একটি আঞ্চলিক ভাষা আছে। সেই আঞ্চলিক ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। হিন্দিকে কখনওই নয়। প্রত্যেকেরই উচিত সুদীপের বক্তব্যের প্রতি শ্রদ্ধা রাখা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, অজয় দেবগন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছেন। বিজেপির এক দেশ, এক কর, এক ভাষার যে স্বপ্ন দেখে সেটাকেই বাস্তবায়িত করার কথা বলেছেন অজয়। কর্নাটকের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেছেন, হিন্দি কখনওই রাষ্ট্রভাষা ছিল না, বর্তমানেও নেই। ভবিষ্যতেও থাকবে না। প্রত্যেকের উচিত আমাদের বৈচিত্র্যকে মেনে নেওয়া। দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি ভাষার একটা ঐতিহ্য ও ইতিহাস আছে। সেটাকে শ্রদ্ধা জানানো উচিত।

Advertisements

অন্যদিকে অজয়ের এই মন্তব্য নিয়ে একাধিক দক্ষিণী সংগঠনও সরব হয়েছে। কন্নড়পন্থী একাধিক সংগঠন ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছে। ওই সংগঠনগুলির দাবি, হিন্দিকে জাতীয় ভাষা বলা অত্যন্ত অনৈতিক কাজ। ভাষা নিয়ে এই বাগযুদ্ধ বড় ধরনের কোনও সংঘাতের দিকে যায় কিনা সেদিকেই সকলের নজর রয়েছে।