বিগ ফ্লপ দেব সরকারকে ১০ গোলে হারানোর চ্যালেঞ্জ অভিষেকের

News Desk: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘বিগ ফ্লপ দেব’ বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ত্রিপুরার আগরতলায় এক সভায় অভিষেক বাছা-বাছা…

biplab-abhishekh

News Desk: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘বিগ ফ্লপ দেব’ বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ত্রিপুরার আগরতলায় এক সভায় অভিষেক বাছা-বাছা বাক্যবাণ নিক্ষেপ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। অভিষেক বলেন, রবিবার হল ছুটির দিন। এ দিনই ছুটি হয়ে গেল বিগ ফ্লপ দেববাবুর। গতকাল আমরা কোর্টে জিতেছি। ২০২৩-এ এই রাজ্যে আমরা ভোটে জিতবে।

অভিষেক এদিন বিপ্লব দেবকে একেবারে তুলোধোনা করে ছাড়েন। অভিষেক বলেন, মুখ্যমন্ত্রীর পাড়ার একটা ক্লাবের সম্পাদক হওয়ার মত যোগ্যতাও নেই। আইন-আদালত কোনও কিছুই মানেন না মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু কাউকে একটিও চাকরিও দেননি। বরং উনি বহু মানুষের চাকরি খেয়েছেন। ১০ হাজার শিক্ষককে পথে বসিয়েছেন। ওনাকে দেখে ঠিক মহম্মদ বিন তুঘলক বলে মনে হয়। তবে এই মুহূর্তে বিপ্লব দেবকে সরানোর তো কোনও রাস্তা নেই। এজন্য আমাদের আর কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। ২০২৩-এর ভোটেই ত্রিপুরাবাসী বিপ্লব দেবকে ছুঁড়ে ফেলে দেবে।

আগরতলার এদিনের সভায় অভিষেক অবশ্য বিজেপি সরকারের তুলনায় প্রাক্তন বাম সরকারকে কিছুটা বাড়তি নম্বর দিয়েছেন। তিনি বলেন, বিজেপি সরকারের চেয়ে সিপিএম সরকার কিছুটা হলেও ভাল ছিল। কারণ সে সময় মানুষের কথা বলার স্বাধীনতা ছিল। মানুষ শান্তিতে রাস্তায় চলাচল করতে পারতেন। কিন্তু বিজেপি সরকারের আমলে সেটা হচ্ছে না। এখানে কেউ বাইরে থেকে এলে তাকে হোটেলের ঘর দেওয়া হচ্ছে না। খাবার দেওয়া হচ্ছে না। এমনকী, গাড়ি ভাড়া নিতে চাইলে তাও মিলছে না। এটাই ত্রিপুরার বিজেপি সরকারের সংস্কৃতি। বিজেপি আর সিপিএম সরকারের মধ্যে এমন কিছু তফাৎ নেই। তবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এলে মানুষ স্বস্তির শ্বাস নিতে পারবে। আগামী দিনে বিজেপির উন্মাদ আর সিপিএমের হার্মাদের তৃণমূল বরবাদ করে ছাড়বে।

এদিনের সভায় অভিষেক ঘোষণা করেন, ডিসেম্বর মাসেই ত্রিপুরায় আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকানন্দ ময়দানে সভা করবেন নেত্রী। তবে সেই সভার তারিখ এখনও স্থির হয়নি। অভিষেক বলেন, আজ আমি খুঁটিপুজো সারলাম। ২০২৩- এ বিজেপির বিসর্জন হয়ে যাবে। আজ গোটা দেশ জানে, বিজেপি ভাইরাসের একটাই ভ্যাকসিন সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আসন্ন পুরভোটে মানুষকে বিজেপির বিরুদ্ধে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার আহ্বান জানান অভিষেক।

তিনি বলেন এখন পুরভোটে প্রথম ডোজ দিন। দ্বিতীয় ডোজ দেবেন ২০২৩- এর বিধানসভা নির্বাচনে। এদিন সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে অভিষেক বলেন, ২০২৩-এ আমি এখানে ঘরবাড়ি নিয়ে বসে থাকব। ক্ষমতা থাকলে আমাকে আটকাও। ২০২৩- এর নির্বাচনে বিজেপিকে ১০ গোলে হারাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক।