Abhishek Banerjee: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইস্যুতে অসমে অস্বস্তির মুখে অভিষেক

দলীয় সুপ্রিমো ইস্যুতে অস্বস্তি তাড়া করছে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় কর্মসূচিতে গুয়াহাটি গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন তিনি। তৃণমূল কংগ্রেসের…

দলীয় সুপ্রিমো ইস্যুতে অস্বস্তি তাড়া করছে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় কর্মসূচিতে গুয়াহাটি গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন তিনি। তৃণমূল কংগ্রেসের অসমে প্রথম রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অভিষেককে তাড়া করল মুখ্যমন্ত্রী হওয়ার ইস্যু।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কবে হচ্ছেন? এমনই প্রশ্ন করা হয় গুয়াহাটির সাংবাদিকদের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের উত্তরসূরী কে? এই সাংবাদিকদের তরফে এই প্রশ্ন আসতে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। জবাবে তিনি বলেন, এবিষয়ে আমার কোনও অভিমত নেই। যারা একথা বলছে এটা তাঁদের ব্যক্তিগত অভিমত। আমি প্রথম দিনেই বলেছি আমি এবিষয়ে কিছুই জানিনা। দলের সকলের মতামতকে স্বাগত জানাই।

অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর দলীয় নেতাদের কেউ বলছেন ২০৩৬, কেউ আবার বলছেন ২০২৪ সালেই মুখ্যমন্ত্রী হচ্ছেন। বুধবার গুয়াহাটিতে সেই জল্পনার অবসান ঘটালেন তৃণমূলের সাধারণ সম্পাদক।  তিনি বলেন, দল সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে সেটাই করছি। অসমে তৃণমূলের বিস্তার ঘটানোই প্রধান লক্ষ্য। প্রাথমিক লক্ষ্য ৭ থেকে ১০ টি জেলা।

তৃণমূল কংগ্রেসের একাদশতম বর্ষপূর্তি দিনে দলটির পশ্চিমবঙ্গে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ফেসবুক পোস্ট করে লেখেন, “তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই”।

এর পর আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার টুইট করেন ২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে তিনি টুইট সরিয়ে নেন।