AAP vs BJP: ‘মদ কেলেঙ্কারি করেছে বিজেপি, অনেক বড় নেতারা জড়িত’

‘আপ নয়, মদ কেলেঙ্কারি করেছে বিজেপি।’ আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন আপ নেতা সঞ্জয় সিং। এদিন সাংবাদিক বৈঠক করেন আম আদমি পার্টির…

‘আপ নয়, মদ কেলেঙ্কারি করেছে বিজেপি।’ আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন আপ নেতা সঞ্জয় সিং। এদিন সাংবাদিক বৈঠক করেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। ফলে মানুষ এখন নতুন করে ভাবতে শুরু করে দিয়েছেন যে আপ না বিজেপি (AAP vs BJP), কে কেলেঙ্কারি করেছে? 

তিনি দাবি করেছেন, ‘দিল্লির মদ কেলেঙ্কারি বিজেপি করেছে। এই কেলেঙ্কারির সঙ্গে বিজেপির অনেক বড় বড় নেতা জড়িত।’ কেজরিওয়ালের গ্রেফতারি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং দাবি করেছেন, দিল্লির মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে যাঁরা ধরা পড়েছেন, তাঁরা কেজরিওয়ালের নাম না নেওয়া পর্যন্ত ইডি তাঁর বক্তব্যকে নির্ভরযোগ্য বলে মনে করেনি, কিন্তু তিনি অরবিন্দ কেজরিওয়ালের নাম নেওয়া মাত্রই সেই বক্তব্য মেনে নেওয়া হয়েছে। তাদের বয়ানের ভিত্তিতেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে।

   

সঞ্জয় সিং-এর দাবি, বিজেপি নেতা মাগুন্তা রেড্ডি ও তাঁর ছেলে রাঘব মাগুন্তা এই ঘটনার সঙ্গে যুক্ত। চাপের মুখে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন তিনি। তাঁর ন’টি বয়ানে কিছুই ছিল না, দশম বিবৃতিতে অরবিন্দ কেজরিওয়ালের নাম এসেছে। ১৬ জুলাই তিনি জবানবন্দি দিলে ১৮ জুলাই তিনি জামিন পান। তাঁর ছবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে এবং এই ছবি দিয়েই তিনি টিডিপি থেকে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News