অগ্নিপথ প্রকল্প: মোদী সরকারের দিকে অগ্নিবাণ ছুঁড়ল আম-আদমি

কেন্দ্রীয় সরকারের ঘোষিত অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধী দলগুলি। সর্বদলীয় বৈঠকেও এই প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিরোধীরা। এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে সরকারকে আক্রমণ করছে আম আদমি পার্টিও (আপ)। এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছেন আপ নেতা তথা সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)।

আপ সাংসদ সঞ্জয় সিং টুইট করেন, ‘মোদী সরকারের নোংরা চেহারা দেশবাসীর সামনে চলে এসেছে। দলিত, পিছিয়ে পড়া জাতি, আদিবাসীদের সেনায় ভর্তির উপযোগী মনে করেন না নরেন্দ্র মোদীজি? ভারতের ইতিহাসে প্রথমবার সেনায় ভর্তিতে জাত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই সরকার অগ্নিবীর চাইছে না জাতিবীর?’

   

সেই সঙ্গে তিনি একটি নথি শেয়ার করেছেন, তাতে নিয়োগের জন্য প্রয়োজনীয় শংসাপত্রের কথা উল্লেখ করা হয়েছে। তাতে তিনি কাস্ট সার্টিফিকেট বা জাতের শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আম আদমি পার্টি লাগাতার এই প্রকল্পের বিরোধিতা করে চলেছে। আপ সাংসদ সঞ্জয় সিং এর আগে ঘোষণা করেছিলেন যে তাঁর দল রবিবার উত্তর প্রদেশের অগ্নিপথ প্রকল্পে যুবকদের ভুল পথে চালিত করার বিরুদ্ধে এবং সীমান্ত সুরক্ষার জন্য তহবিলের অভাবের জন্য কান্নাকাটি করার বিরুদ্ধে আন্দোলন করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন