ইডির গ্রেফতারির ভয়ে হাজিরা এড়াতে পারেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মঙ্গলবার সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন আম আদমি পার্টি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী । তার বক্তব্য, সরকার…

Arvind Kejriwal

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মঙ্গলবার সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন আম আদমি পার্টি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী । তার বক্তব্য, সরকার ও দলের কাছে খবর আছে, কেজরিওয়াল ইডি দফতরে গেলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করবে। আপ মন্ত্রীর বক্তব্য, কেজরিওয়াল নির্দোষ। বিজেপি ও প্রধানমন্ত্রী চান, তাই গ্রেফতার করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কারণ প্রধানমন্ত্রী তাকে ভয় পান।

প্রসঙ্গত, ২ নভেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। এর আগেও তাঁকে দফতরে ডেকে আবগারি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই-ও। সোমবারই এই মামলায় জামিনের আবেদন খারিজ হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা সাবেক আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার। তাঁর বিরুদ্ধে এই কেলেঙ্কারিতে ৩৩৮ কোটি বেআইনি অর্থ হাতবদলে যুক্ত থাকার প্রমাণ সুপ্রিম কোর্টে দাখিল করে ইডি। তারপর জামিনের আবেদন খারিজ করে সর্বোচ্চ আদালত। এর পরই তলব করা হয় কেজরিওয়ালকে।

দিল্লির মদ কাণ্ড বা আবগারি দুর্নীতিতে অভিযুক্ত মণীশ গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিহার জেলে বন্দি। বৃহস্পতিবার কেজরিওয়াল ইডি দফতরে যাবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ তিনি মদ দুর্নীতির সবটাই জানতেন। এখন দেখার ইডির তলবে কেজরিওয়াল সাড়া দেন কিনা। তবে পাঁচ রাজ্যের ভোটের প্রচারে ব্যস্ত থাকার কথা বলে দিন পিছনোর আর্জি জানাতে পারেন। সোমবার সন্ধ্যায় অতিশী সুপ্রিম কোর্টের সমালোচনায় মুখর হয়েছিলেন মণীশকে জামিন না দেওয়ায়। সোমবার শীর্ষ কোর্ট অবশ্য নিম্ন আদালতকে ছয় থেকে নয় মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছে।

পুজোর আগে এই মামলায় মনীশের জামিন পাওয়ার সম্ভাবনা ছিল শীর্ষ আদালতের পর্যবেক্ষণে। সুপ্রিম কোর্ট ইডির আইনজীবীকে বলেছিল, যে তথ্য প্রমাণের ভিত্তিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আটকে রাখা হচ্ছে আদালতে তা পাঁচ মিনিটে খারিজ হয়ে যাবে। ইডির তরফে আদালতকে বলা হয় তারা হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে আগ্রহী।