‘অমিত শাহর বাড়ি ভাঙলে দেশে কোথাও জাহাঙ্গীরপুরীর মতো ঘটনা ঘটবে না ‘ AAP নেতার বিস্ফোরক টুইট

দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরীতে হনুমানজয়ন্তী ঘিরে গোষ্ঠি সংঘর্ষের পর বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙার ঘটনায় বুধবার সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। যদিও সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে মসজিদ…

Home Minister Amit Shah

দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরীতে হনুমানজয়ন্তী ঘিরে গোষ্ঠি সংঘর্ষের পর বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙার ঘটনায় বুধবার সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। যদিও সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে মসজিদ সংলগ্ন এলাকায় উচ্ছেদ আটকে দেন সিপিআইএম শীর্ষ নেত্রী বৃন্দা কারাত।

এই উচ্ছেদ অভিযান ঘিরে একাধিক বিরোধী দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ভূমিকার তীব্র সমালোচনা করেছে।অনেকেই শাহর বাড়ি ভাঙার দাবি তুলেছেন।

   

দিল্লিতে বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙার কড়া নিন্দা করলেন আম আদমি পার্টিরপসাংসদ রাঘব চাড্ডা। বুধবার চাড্ডা ট্যুইট করেন, দিল্লির জাহাঙ্গীরপুরীতে গোষ্ঠী সংঘর্ষের জন্য দায়ী কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুলডোজার দিয়ে সবার আগে শাহর বাড়ি ভাঙা উচিত। শাহর বাড়ি ভাঙা হলে শুধু দিল্লিতে নয়, দেশের কোথাও এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না।

আপ নেতা বলেন, গত ১৫ বছর ধরে দিল্লি পুরসভার বেশিরভাগ ওয়ার্ডে ক্ষমতায় ছিল বিজেপি। সেই সময় গেরুয়া নেতারা মোটা টাকা ঘুষ দিয়ে নিজেদের বাড়ির নকশা মঞ্জুর করিয়েছিলেন। বিজেপি নেতারা কেলেঙ্কারি করে অবৈধভাবে দিল্লির বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি করেছেন। সবার আগে তাই বিজেপি নেতাদের বাড়ি ভেঙে দেওয়া উচিত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বুলডোজার অভিযানের কড়া নিন্দা করেছেন। রাহুল এদিন ট্যুইটারে ভারতীয় সংবিধান ও একটি বুলডোজারের ছবি পোস্ট করেন। রাহুল বলেন, আসলে সংবিধানের উপরই বুলডোজার চালাচ্ছে বিজেপি।

বুধবার সকাল থেকেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু করে উত্তর দিল্লি পুরনিগম। এই অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। তবে এদিন অভিযান চলাকালীন সুপ্রিম কোর্ট এই অভিযানের উপর বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

বিভিন্ন বিরোধী দলের নেতারা এই উচ্ছেদ অভিযানের নিন্দা করলেও কার্যত একার হাতে জাহাঙ্গীরপুরীতে বুলডোজার অভিযান বন্ধ করলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হাতে নিয়ে তিনি বুলডোজারের সামনে হাজির হন। তবে উত্তর দিলে পুর নিগাম প্রথমে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ করতে চায়নি। প্রায় ঘন্টা দুয়েক ধরে এই প্রসঙ্গে তর্কাতর্কি চলে। শেষ পর্যন্ত অবশ্য বুলডোজার ফিরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন।