Tihar Jail: তিহার জেলে পা টেপাচ্ছেন আম আদমি মন্ত্রী

আম আদমি (AAP) সরকারের মন্ত্রী জেলে আছেন। তিনি আরামেই আছেন। তার পা টিপে দেয় অন্য একজন। এই ভিডিও দেখে দেশ আলোড়িত। দিল্লির তিহার জেলে (Tihar…

Tihar Jail: তিহার জেলে পা টেপাচ্ছেন আম আদমি মন্ত্রী

আম আদমি (AAP) সরকারের মন্ত্রী জেলে আছেন। তিনি আরামেই আছেন। তার পা টিপে দেয় অন্য একজন। এই ভিডিও দেখে দেশ আলোড়িত। দিল্লির তিহার জেলে (Tihar Jail) হাই প্রোফাইল বন্দিদের রাখা হয়।

দিল্লির তিহার জেলে বন্দি আছেন দিল্লির আম আদমি পার্চটি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে জেলের সেলে বেডে শুয়ে ম্যাসাজ করাচ্ছেন সত্যেন্দ্র জৈন। তার পা টিপে দিচ্ছে আরেকজন।

বিজেপি এই পুরনো ভিডিওটি প্রকাশ করাছে। বিতর্কের মুখে পড়ে তিহার জেলের সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে জৈনকে বরখাস্ত করা হয়।

তিহার জেল সূত্রে খবর, ভিডিওটি পুরনো। জেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তা ও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে

Advertisements

আম আদমি পার্টির দাবি, সত্যেন্দ্র জৈন চিকিৎসা করাচ্ছেন। সেই কারণে তাকে মালিশ দেওয়া হচ্ছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী বিজেপির সমালোচনা করেছেন। তিনি বলেন, কারও অসুস্থতা নিয়ে মজা করা ঠিক নয়।

এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে তদন্তের প্রেক্ষিতে তিহার জেলের সুপারকে সাসপেন্ড করা হয়েছিল। তখনও আম আদমি পার্টি দাবি করেছিল, জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনকে কোনও ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।