কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জনসভায় বড় দুর্ঘটনা ঘটে গেল। আজ রবিবাসরীয় দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) যৌথ জনসভায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। অখিলেশ যাদব পৌঁছতেই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে ব্যারিকেড ভেঙে মঞ্চে ওঠার চেষ্টা করেন। পদপিষ্ট হয়ে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ও স্ট্যান্ড ভেঙে গেছে। সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। ফুলপুরের পান্ডিলায় এই জনসভা হয়। এহেন ঘটনার জেরে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব কোনও বক্তব্য না রেখেই চলে যান।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার প্রচারের জন্য আজ প্রয়াগরাজে একটি সমাবেশ করেছিল ইন্ডি জোট। অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু সমাবেশে বক্তব্য না দিয়েই চলে যান দুই নেতা। জানা গিয়েছে, অখিলেশ মিছিলে পৌঁছতেই কর্মীরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন এবং পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে আহত হয়েছেন অনেকেই। এরপরই হইচইয়ের জেরে কোনও বক্তৃতা না দিয়েই ফিরে যান রাহুল ও অখিলেশ।
পরিস্থিতি খারাপ হলে মঞ্চে বসে সমর্থকদের শান্ত থাকার আবেদন জানান অখিলেশ। প্রায় ১৫ মিনিট ধরে এভাবে চলে সবকিছু। এরপরই রাহুল গান্ধীও কর্মীদের শান্ত থাকার আবেদন জানান। এরপরই সপা সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রী প্রকাশ রাই কর্মীদের বলেন, ‘আমাদের দুই নেতা মঞ্চে এসেছেন। আপনাদের উচিত সংযমের সঙ্গে কাজ করা। তাকে কথা বলার সুযোগ দিন।’ এরপরই রেগে গিয়ে মঞ্চ থেকে উঠে বেরিয়ে যেতে শুরু করেন অখিলেশ।
#WATCH | Uttar Pradesh: A stampede-like situation took place in the joint public meeting of Congress MP Rahul Gandhi and Samajwadi Party chief Akhilesh Yadav, in Prayagraj. pic.twitter.com/WlKGzn2LNa
— ANI (@ANI) May 19, 2024
#WATCH | Uttar Pradesh: Crowd goes uncontrolled in the joint public meeting of Congress MP Rahul Gandhi and Samajwadi Party chief Akhilesh Yadav, in Prayagraj. pic.twitter.com/VrFccAt9jY
— ANI (@ANI) May 19, 2024