পাচারের চেষ্টা! অন্য রাজ্যে যাওয়ার আগে বাস থেকে থেকে উদ্ধার ৯৫ জন শিশু

লোকসভা ভোটের আবহে এবার রাজ্যে বড় ঘটনা ঘটে গেল। এক রাজ্য থেকে অন্য রাজ্যে অবৈধভাবে বহু শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও চাইল্ড কমিশনের তৎপরতায় উদ্ধার…

পাচারের চেষ্টা! অন্য রাজ্যে যাওয়ার আগে বাস থেকে থেকে উদ্ধার ৯৫ জন শিশু

লোকসভা ভোটের আবহে এবার রাজ্যে বড় ঘটনা ঘটে গেল। এক রাজ্য থেকে অন্য রাজ্যে অবৈধভাবে বহু শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও চাইল্ড কমিশনের তৎপরতায় উদ্ধার হল ৯৫ জন শিশু।

জানা গিয়েছে, বিহার থেকে উত্তরপ্রদেশে অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগে ৯৫ জন শিশুকে উদ্ধার করল উত্তরপ্রদেশ চাইল্ড কমিশন। অযোধ্যার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সর্বেশ অবস্থি জানিয়েছেন, শুক্রবার উত্তরপ্রদেশ চাইল্ড কমিশনের সদস্য সুচিত্রা চতুর্বেদীর কাছ থেকে খবর পেয়ে সিডব্লিউসি সদস্যরা শিশুদের উদ্ধার করেন। বিহারের বিভিন্ন জেলা থেকে বাসে করে ৯৯ জন শিশুকে নিয়ে আসার সময় এক মৌলবীকে গ্রেফতার করেছে সাহারানপুর পুলিশ।

   

খবর পেয়ে শুক্রবার শিশু ভর্তি একটি বাস আটক করে মানবপাচারবিরোধী ইউনিট। শিশুদের রাখা হয়েছিল মুমতাজ শরণালয়ে। ইতিমধ্যে হেফাজতে নিয়ে মৌলবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য ডাঃ সুচিতা চতুর্বেদী জানিয়েছেন, বিহারের আরারিয়া ও পূর্ণিয়া থেকে বহু শিশুকে বেআইনিভাবে সাহারানপুরের দেওবন্দে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি খবর পেয়েছিলেন। তথ্য পাওয়া মাত্রই মানব পাচার দমন ইউনিটকে খবর দেওয়া হয়। এরপরই শহরের বাদি দেবকালিতে অবস্থিত হাইওয়েতে একটি বাস থামায় ইউনিট ও অযোধ্যা পুলিশের দল। আটকে থাকা বাসটি থেকে ৯৫ জন শিশুকে উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে ছিলেন পাঁচজন আলেম। যৌথ দলটি মৌলবী এবং শিশুদের সিভিল লাইনে নিয়ে যায়। এখানে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।

Advertisements

সূত্রের খবর, শিশুরা জানত না যে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে মৌলবীর দেওয়া তথ্যও মিথ্যা প্রমাণিত হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সর্বেশ অবস্তির মতে, মৌলবীরা শিশুদের বাবা-মায়ের নাম ও সম্মতিপত্রও পাননি। এদিকে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে অনেক অনাথও ছিল বলে খবর।