East Bengal: ওডিশা এফসির এই ফুটবলারকে প্রস্তাব লাল-হলুদের, জানুন

এবারের কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য এলেও পরবর্তীতে তা আর বজায় থাকেনি। অন্যান্য বছরের মতো এবারও আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মরশুম শেষ করেছে কলকাতার…

Odisha FC Midfielder Princeton Rebello

এবারের কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য এলেও পরবর্তীতে তা আর বজায় থাকেনি। অন্যান্য বছরের মতো এবারও আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মরশুম শেষ করেছে কলকাতার প্রধান দল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে আগত সিজনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে সবার আগে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তিবৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় দল। এক্ষেত্রে উঠে আসে সাউল ক্রেসপো থেকে শুরু করে ক্লেটন সিলভা এবং হিজাজি মাহেরের মতো ফুটবলারদের নাম। কয়েকদিন আগেই জানা গিয়েছে, জর্ডানের এই দাপুটে ফুটবলারের সঙ্গে দুই বছরের চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল।

যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। এছাড়াও দলের পুরোনো গোলরক্ষক দেবজিত মজুমদারকে ও ফিরিয়ে আনার কথা উঠে আসতে থাকে। শোনা যাচ্ছে, দুইটি মরশুমের চুক্তিতে আসতে চলেছেন এই ফুটবলার। এসবের মাঝেই উঠে আসল প্রিন্সটন রেবেলোর নাম। এই আইএসএল মরশুমে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। ১৭টি আপিয়ারেন্সের পাশাপাশি একটি গোল ও একটি অ্যাসিস্ট থেকেছে এই তরুণ ফুটবলারের। সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে ও খেলতে দেখা যাবে তাকে। নতুন মরশুমের জন্য নাকি এবার এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পেতে চাইছে মশাল ব্রিগেড।

এখনও পর্যন্ত ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের লিগশিল্ড এবং সুপার কাপের মতো ট্রফি জিতেছেন রেবেলো।‌ তবে এখনো পর্যন্ত আইএসএল জিততে পারেননি তিনি। তবে এবার ওডিশার জার্সিতে খেলেছেন আইএসএলের সেমিফাইনাল। বলতে গেলে এই বছর খেতাব জয়ের ব্যাপক সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ তিনি দল বদলের কথা ভাববেন কিনা এখন সেটাই দেখার বিষয়।