UttarPradesh: কুশীনগরে কুয়োর মধ্যে পড়ে মহিলাদের মৃত্যু, জখম অনেকে

কমপক্ষে ১১ জন মৃত। বেশিরভাগ শিশুকন্যা ও মহিলা। আরও অনেক মহিলা জখম। উত্তর প্রদেশের (UttarPradesh) কুশীনগরের ঘটনা। একটি কুয়ো ভেঙে এমন দুর্ঘটনা ঘটেছে।  এই দুর্ঘটনা…

Breaking News kolkata24x7

কমপক্ষে ১১ জন মৃত। বেশিরভাগ শিশুকন্যা ও মহিলা। আরও অনেক মহিলা জখম। উত্তর প্রদেশের (UttarPradesh) কুশীনগরের ঘটনা। একটি কুয়ো ভেঙে এমন দুর্ঘটনা ঘটেছে। 

এই দুর্ঘটনা গভীর রাতে ঘটে। স্থানীয় এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে রীতি অনুসারে জল আনতে গেছিলেন মহিলারা। কুশীনগরের স্কুল টোলা এলাকায় কুয়োর কাছে অনেকে জমা হন। সেখানে একটি কুয়ো থেকে জল নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

   

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অনেক কুয়োর উপর বিছিয়ে রাখা লোহার জালে দাঁড়িয়েছিলেন। সেই জাল ছিঁড়ে যায়। শিশু ও মহিলা সহ বেশ কয়েকজন কুয়োর ভিতর তলিয়ে যান।

কুশীনগর প্রশাসন সূত্রে খবর, ৯ জন শিশু কন্যার দেহ উদ্ধার করা হয়েছে। দুই মহিলারও দেহ মিলেছে। আরও ১৫ জন মহিলা মারাত্নক জখম হয়েছেন। দুর্ঘটনার সংবাদে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।