UP Election2022: মোদী-যোগীর সঙ্গে আর নেই বলে দলত্যাগের পথে বিধায়করা

যোগীপক্ষে মহামন্থন চলছে।ফের ইস্তফা দিলেন বিধায়ক এবং ওবিসি নেতা ডঃ মুকেশ বর্মা। তিনদিনে এই নিয়ে সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন। উত্তর প্রদেশে আরও ৫ বিধায়ক তৈরি…

Bjp national executive committee meeting

যোগীপক্ষে মহামন্থন চলছে।ফের ইস্তফা দিলেন বিধায়ক এবং ওবিসি নেতা ডঃ মুকেশ বর্মা। তিনদিনে এই নিয়ে সাতজন বিধায়ক বিজেপি ছাড়লেন। উত্তর প্রদেশে আরও ৫ বিধায়ক তৈরি দলত্যাগ করতে। সাকুল্যে ১৩ জন দল ছাড়তে চলেছেন। মিলে যাচ্ছে শরদ পাওয়ারের অংক (UP Election2022)।

উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে ৪০৩ টি আসনের ভাগ্য গণনা হতে চলেছে। সাত দফায় হবে নির্বাচন প্রক্রিয়া৷ দশ তারিখ থেকে শুরু হচ্ছে ভোট। উত্তর প্রদেশে সাত দফার ভোটের তারিখ- ফেব্রুয়ারির ১০, ১৪, ২০, ২৩ এবং ২৭। মার্চ মাসে ৩ ও ৭ তারিখে আয়োজিত হবে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন। মার্চের ১০ তারিখে গণনা।

তার আগে যোগী আদিত্যনাথের রাজ্যে চলছে দল ভাঙা-গড়ার খেলা। এদিন সকালে জানা গিয়েছিল কংগ্রেসসের ২ জন নেতা এবং সমাজবাদী পার্টির ১ নেতা বিজেপিতে নাম লিখিয়েছেন। কিন্তু গেরুয়া শিবিরের পিছন দরজা কেউ যেন খুলে দিয়েছে হাট করে। ভোটের আগে ইতিমধ্যে পার্টি ছেড়েছেন ৭ জন।

সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ার দাবি করেছিলেন, ১৩ জন নেতা বিজেপি থেকে নিজেদের সরিয়ে নিতে চলেছেন। আপাতভাবে বিস্ময়কর এই দাবি চোখ রাঙাচ্ছে যোগীদের৷ সাতজন ইতিমধ্যে বিদায় জানিয়ে দিলেন। ভোট শুরু হবে সামনের মাসের ১০ তারিখ। এখনও বাকি বেশ কিছু দিন।

দল ছাড়ার পর বর্মা বলেছেন, ‘স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তাঁর দেখানো পথেই আমরা চলব। আগামী দিনে আরও অনেকে দল ছেড়ে বেরিয়ে আসবেন। এটুকু বলতে পারি, বিজেপি নেতৃত্ব শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত। শুধু নিজেদের স্বার্থ বোঝে।’