Coal scam: ৮ আইপিএস অফিসারকে দিল্লি তলব ইডির

coal

কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে ৮ আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তলব করা হয়েছে জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, তথাগত বসু, সেল্ভা মুরুগান সহ একাধিক আইপিএস অফিসারকে।

   

সম্প্রতি কোটি কোটি টাকার কয়লা চুরি কেলেঙ্কারিতে আসানসোলের আদালতে পেশ করা চার্জশিটে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পদস্থ আধিকারিক-সহ ৪১ জনের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই-এর এক বিবৃতিতে বলা হয়েছে, চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে বেসরকারি সংস্থা এবং সিআইএসএফ ও রেলওয়ের অপরিচিত কর্মকর্তারাও রয়েছেন।

এতে বলা হয়, “তারা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং তার অনুসরণে, ইসিএলের অধিরাজ্যের অধীনে ইজারাদার এলাকার কয়লার মজুদ থেকে এবং বিক্রয় ও সরবরাহের জন্য রেলওয়ে সাইডিংয়ে পার্ক করা কয়লার স্টক থেকে প্রতারণামূলকভাবে কয়লার অপব্যবহার করেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন