Heavy Rainfall: বৃষ্টির তাণ্ডবে মৃত ৭৬, ধ্বংস ৮৩৯টি বাড়ি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাংশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (এসডিএমডি)-র তরফে জানানো হয়েছে, বিগত ১ জুন থেকে মহারাষ্ট্রে বৃষ্টিজনিত ঘটনায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ৮৩৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪,৯১৬ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দফতর ও পুনর্বাসন দফতরের তরফে ৩৫টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। ২০২২ সালের ১ জুন থেকে মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় ১২৫টি প্রাণীও প্রাণ হারিয়েছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের অন্তত ১৩০টি গ্রাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১২৮টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অমরাবতী জেলায়, অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যা ধমানগাঁও রেলওয়ে তহসিল দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর জেরে আপাতত প্রশাসনের নাগালের বাইরে রয়েছে তহশিলের বোরগাঁও নিস্তারে, সোনোরা কাকাডে, গোকুলসারা দিঘি মাহলে গ্রামগুলি।

   

মহারাষ্ট্রের খারাপ আবহাওয়া ও বৃষ্টি রবিবারও বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে গিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বহু বড় নদী। আবহাওয়া দফতর (আইএমডি), মুম্বইয়ের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১০ জুলাই থেকে আগামী চার দিন কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দফতর। রায়গড়, রত্নগিরি, পুনে এবং সাতারাতে রেল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন