Goa crisis: দল বদলের জল্পনার মাঝেই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রত্যাহার

মহারাষ্ট্রের পর এবার গোয়ায় (Goa) সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস। ইতিমধ্যে রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, কংগ্রেসের ১১ জন বিধায়কের মধ্যে ৯ জনই বিজেপিতে…

মহারাষ্ট্রের পর এবার গোয়ায় (Goa) সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস। ইতিমধ্যে রাজ্য রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, কংগ্রেসের ১১ জন বিধায়কের মধ্যে ৯ জনই বিজেপিতে যোগ দিতে পারেন। এরই মাঝে গোয়া বিধানসভার স্পিকার রমেশ তাওদকর রবিবার ডেপুটি স্পিকার পদের জন্য স্থগিত করে দিলেন নির্ধারিত দিনের নির্বাচন।

রবিবার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আদেশ প্রত্যাহার করে নেন স্পিকার। আগামী ১২ জুলাই আসন্ন বর্ষাকালীন বিধানসভা অধিবেশনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এ বিষয়ে আইনসভার সচিব নম্রতা উলমান বলেছেন, গোয়া বিধানসভার কার্যপ্রণালী ও কার্যপরিচালনার নিয়মাবলীর ৩০৮ বিধির অধীনে ৮ জুলাই জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘গোয়া বিধানসভার কার্যপ্রণালী ও কার্যপরিচালনার বিধিমালার ৯(২) এর অধীনে জারি করা উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নের বিজ্ঞপ্তিও প্রত্যাহার করা হয়েছে।’

এতে বলা হয়, ‘সকল মাননীয় সদস্যগণ বলা হচ্ছে যে, নির্বাচনের মনোনয়নের নোটিশ প্রত্যাহার করা হয়েছে। উপরোক্ত নির্বাচনের জন্য কোনও মনোনয়ন গ্রহণ করা হবে না” দুই সপ্তাহ ব্যাপী বিধানসভা অধিবেশন সোমবার থেকে শুরু হবে। কংগ্রেস বিধায়কদের একটি দল বিজেপিতে যোগ দিতে পারে বলে দাবি করা গুজবের মধ্যে এই প্রত্যাহার করা হয়েছে। রবিবার মাদগাঁও শহরে কংগ্রেস বিধায়কদের বেশ কয়েকটি বৈঠক সত্ত্বেও, কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত পাটকর বলেন, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কংগ্রেসে বিভক্তির গুজব ছড়ানো হচ্ছে, তিনি বলেন, সব বিধায়ক একসঙ্গে রয়েছেন এবং বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই।