৭ বছরের শিশুর দেহে থাবা বসাল জিকা ভাইরাস

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জায়গায়, ঠিক তখনই পালঘরের (Palghar)এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাস। জানা গিয়েছে, এক সাত বছরের এক শিশুকন্যার শরীরে জিকা ভাইরাসের…

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জায়গায়, ঠিক তখনই পালঘরের (Palghar)এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাস। জানা গিয়েছে, এক সাত বছরের এক শিশুকন্যার শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য দফতর আরো জানিয়েছে, শিশুটি পালঘর জেলার ঝাইয়ে আশ্রমশালার বাসিন্দা। তথ্য অনুযায়ী, ২০২১ সালে পুনেতে প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের খবর মেলে।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ‘ঝাঁইয়ের আশ্রমশালায় ৭ বছরের একটি মেয়েকে জিকা ভাইরাসে আক্রান্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এর আগে, ২০২১ সালের জুলাই মাসে পুনেতে প্রথমবারের মতো রোগী শনাক্ত করা হয়েছিল। নজরদারি, ভেক্টর এমজিএমটি, চিকিৎসা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জিকা ভাইরাসের লক্ষণ

জ্বর
জয়েন্টগুলোতে ব্যথা
মাথায় ব্যথা
ত্বকে ফুসকুড়ি
পেশী ব্যথা
বমি