সিকিমের গ্যাংটক-নাথু লা সড়কে তুষারধ্বসে সাত পর্যটক নিহত এবং আরও অনেকে জখম হয়েছেন। উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এনডিআরএফের একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।
Advertisements
মঙ্গলবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সিকিমে। সাম্প্রতিক সময়ে সবথেকে বড় বিপর্যয় হিমালয় ঘেরা এই পাহাড়ি রাজ্যে। ঘুরতে গিয়ে তুষার চাপা পড়েন শতাধিক পর্যটক। তুষারের বিরাট চাঙড়ের তলা থেকে তাদের উদ্ধার করে (BRO) বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ ও NDRF উদ্ধারকারীরা।
Advertisements
সিকিম সরকার জানায় দুপুর নাগাদ কমপক্ষে ১৫০ জন তুষারের তলায় চলে যান। এই দুর্ঘটনা ঘটে ১৭ মাইলের কাছে। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার। বিখ্যাত নাথু লা সীমান্ত দেখতে যাওয়ার পথে বিপদে পড়েন পর্যটকরা।