কেন্দ্রের বড় কথা শুধুই ঘোষণা? পিএম কেয়ার শিশু প্রকল্পে ৫১ শতাংশের আবেদনই বাতিল

পিএম কেয়ারের শিশু প্রকল্পে ৫১ শতাংশের আবেদন বাতিল হয়েছে। ২০২০ সালের ১১ মার্চ থেকে ২০২৩ সালের ৫ মে-এর মধ্যে কোভিডে অভিভাবকহীন শিশুদের দেখবালে চালু করা…

51 percent of applications received under PM CARES for Children scheme rejected, পিএম কেয়ার শিশু প্রকল্পে ৫১ শতাংশের আবেদনই বাতিল

পিএম কেয়ারের শিশু প্রকল্পে ৫১ শতাংশের আবেদন বাতিল হয়েছে।

২০২০ সালের ১১ মার্চ থেকে ২০২৩ সালের ৫ মে-এর মধ্যে কোভিডে অভিভাবকহীন শিশুদের দেখবালে চালু করা হয়েছিল পিএম কেয়ার শিশু প্রকল্প। কোভিড পর্বে ২০২১ সালের ২৯ মে শুরু করা হয়েছিল পিএম কেয়ারের অন্তর্গত শিশু প্রকল্পটি। সরকারি তথ্য বলছে, ৩৩টি রাজ্যের ৬১৩টি জেলায় ৯ হাজার ৩৩১ জন এই প্রকল্পে আবেদন করেছেন। তবে এর মধ্যে ৩২টি রাজ্যের ৫৫৮ জেলার ৪ হাজার ৫৩২ জনের আবেদন মঞ্জুর হয়েছে। বাকি ৪ হাজার ৭৮১ জনের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। ১৮ জনের আবেদন এখনও আটকে রয়েছে। এই তথ্য জানিয়েছে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক।

   

কেন এতগুলি আবেদন বাতিল করা হয়েছে, তা নিয়ে এখনও মোদী সরকারের পক্ষে কোনও সদুত্তোর দেওয়া হয়নি।

BJP West Bengal: সিবিআই দিয়ে নেতা গ্রেফতার ‘দাদা’রই কীর্তি! মারাত্মক স্বীকারোক্তি সুকান্তর?

রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যাগুলি যথাক্রমে ১ হাজার ৫৩৩, ১ হাজার ৫১১ এবং ১ হাজার ৭ জন। এর মধ্যে আবেদন মঞ্জুর হয়েছে মহারাষ্ট্রের ৮৫৫ জনের, রাজস্থানের ২১০ জনের এবং উত্তর প্রদেশের ৪৬৭ জনের।

কেন্দ্র সরকার দেবে ৫০০০ হাজার টাকা প্রতি মাসে, আজই নাম লেখান এই প্রকল্পে

পিএম কেয়ারের শিশু প্রকল্পে কোভিডে অভিভাবকহীন হওয়া শিশুদের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং আর্থিক সহায়তা করা হয়। ২৩ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের সম্পূর্ণ দায়িত্ব থাকে কেন্দ্রের।