Surjo Trailer: মুক্তি পেল ‘সূর্য’র ট্রেলার, জুটিতে ফিরলেন বিক্রম-মধুমিতা

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সূর্য’ চলচ্চিত্রের ট্রেলার (Surjo Trailer)। এই ছবিতে জুটি হিসেবে ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ২০১৫ সালের মালায়ালম…

Surjo Trailer

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সূর্য’ চলচ্চিত্রের ট্রেলার (Surjo Trailer)। এই ছবিতে জুটি হিসেবে ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ২০১৫ সালের মালায়ালম ছবি চার্লির (Charlie) বাংলা রিমেক এই ছবিটি। এই ছবির পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক।

ট্রেলারের শুরুতে নিজের চাকরিতে ইস্তফা দিয়ে একটা বাড়িতে এস ভাড়া নেন মধুমিতা অভিনীত ‘উমা’ (Madhumita Sarkar) চরিত্রটি। সেই বাড়িতে এসে একটি স্কেচ আঁকা বই খুঁজে পান উমা। তিনি জানতে পারেন এই বাড়িটি সূর্য (Surjo) নামের এক ব্যক্তির। তিনি জানতে পারেন যে আঁকা ছবিগুলিও সূর্যের। এর পরে ট্রেলারে দেখানো হয় বিক্রম অভিনীত সূর্য চরিত্রটির নানা দৃশ্য।

   

সূর্য সম্পর্কে উমা জানতে চাইলে একটি চরিত্র তাঁকে বলেন, “উনি যে কী ঠিক জানি না। জানা সম্ভব ও না। তবে আপনার দরকারে ঠিক চলে আসবে। আপনি যখন খুঁজতে যাবেন ওনাকে পাবেন না। ” সেই রহস্যজনক ওই ব্যক্তিকে খুঁজতে বেরিয়ে পরে উমা। এরপরেই উমা জানতে পারে যে সূর্য অনেক ব্যক্তিকে সাহায্য করেছেন। কেউ কেউ তাঁকে সাক্ষাৎ ‘ভগবান’ ও মানেন। তবে হাজার চেষ্টা করলেও সূর্যের সঙ্গে দেখা হয় না উমার।

সূর্য সম্পর্কে একটি চরিত্র বলেন, “উনি ঠিক ওনার নামটা যেমন, সেরকমই। মেঘের ফাক দিয়ে উঁকি মেরে, এক চিলতে রড ঢেলে দিয়ে চলে যাবে। আপনি বুঝতেই পারবেন না। ” ট্রেলারে দেখা যায় দূর্গা পুঁজের বিসর্জনের শট এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক শোভা। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। এই চলচ্চিত্রের ঘটনাও উত্তরবঙ্গকে কেন্দ্র করেই আবর্তিত। বিক্রম ও মধুমিতা ছাড়াও ছবিতে রয়েছেন দর্শনা বণিক (Darshana Banik) । চলচ্চিত্রে তাঁর চরিত্রের নাম দিয়া।

মুক্তি পেল ‘উলাঝা’ ছবির ট্রেলার, জাহ্নবী কাপুরের বিরুদ্ধে উঠল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ!

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কুলের আচার’ (Kuler Achaar) চলচ্চিত্র। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার । এবার পরিচালক শিলাদিত্য মৌলিকের হাত ধরে আবার প্রত্যাবর্তন করতে চলছে এই জুটি। শ্যুটিং শুরু হওয়ার এই ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’ রাখা হলেও, টিজার মুক্তির সময়, চলচ্চিত্রের নাম বদলে রাখা হল ‘সূর্য’। এটি মূলত একটি প্রেমের গল্প। ১৯ শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

‘চার্লি’ ছবিটির এর আগেও রিমেক হয়েছে। মারা’ নামে তামিল ভাষায় এই ছবিটির রিমেকে অভিনয় করেছিলেন আর. মাধবন। ৩টে ছবিরই প্রযোজনা করেছেন প্রদীপ চক্রবর্তী।