Assam: প্রবল বর্ষণের জেরে ভূমিধসে নিহত ৪

আসামে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, মঙ্গলবার গুয়াহাটির বোরাগাঁওয়ের কাছে নিজারাপার এলাকায় ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। গুয়াহাটির ডিসিপি ওয়েস্ট নবনীত মহন্ত জানিয়েছেন, যেখানে ভূমিধসের ঘটনা…

আসামে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, মঙ্গলবার গুয়াহাটির বোরাগাঁওয়ের কাছে নিজারাপার এলাকায় ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে।

গুয়াহাটির ডিসিপি ওয়েস্ট নবনীত মহন্ত জানিয়েছেন, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে চারজন শ্রমিক বসবাস করছিলেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা যায়। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহতরা ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন এবং নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

   

Advertisements

সহকারী পুলিশ কমিশনার নন্দিনী কাকাতি বলেন, “আমরা আশপাশের স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ওই বাড়িতে চারজন শ্রমিক বসবাস করছিলেন এবং রাতে ঘুমানোর সময় হয়তো তারা এ ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। বাড়ির দেওয়াল ভেঙে পাহাড়ের মাটি ঘরে ঢুকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন শ্রমিকরা। এখন পর্যন্ত, আমরা জানতে পেরেছি যে চারজন ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে এবং আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চারজনের মধ্যে তিনজন ধুবুরির বাসিন্দা এবং একজন কোকরাঝাড়ের বাসিন্দা। তারা ভাড়া বাড়িতে থাকতেন এবং ভবন নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন” ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News