Himachal Pradesh: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার ৪ যুবক

  পাহাড়ে ট্রেকিং-এর নেশা বড় ছোঁয়াচে। সাদা বরফে ঢাকা পাহাড়ে ঘুরতে এবং ট্রেকিং করতে কে না ভালোবাসে। কিন্তু কখন সেই ভালোবাসা, রোমাঞ্চ দুর্দশায় পরিণত হয়ে…

 

পাহাড়ে ট্রেকিং-এর নেশা বড় ছোঁয়াচে। সাদা বরফে ঢাকা পাহাড়ে ঘুরতে এবং ট্রেকিং করতে কে না ভালোবাসে। কিন্তু কখন সেই ভালোবাসা, রোমাঞ্চ দুর্দশায় পরিণত হয়ে যাবে কেউ বলতে পারে না। ঠিক যেমন বাংলার ৪ যুবকের সঙ্গে ঘটল। এবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh)-এ ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বাংলার চার যুবক। উদ্বিগ্নে দিন কাটাচ্ছে পরিবার।

জানা গিয়েছে, কুলু জেলার মাউন্ট আলি রত্নী তিববায় (৫,৪৫৮ মিটার) অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে চার জন ট্রেকার গত ৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। নিখোঁজ ট্রেকাররা হলেন অভিজিৎ বনিক (৪৩) চিন্ময় মণ্ডল (৪৩) দিবাশ দাস (৩৭) এবং বিনয় দাস (৩১)।

স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এসডিএমএ) পরিচালক সুদেশ কুমার মোখতা বলেন, ‘একজন রাঁধুনি এবং অভিযানের দুই সদস্য মালানার কাছে ওয়াচেমে ফিরে এসেছেন এবং নিখোঁজ চারজনের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছেন।’

স্থানীয় প্রশাসন এবং অটল বিহারী বাজপেয়ী ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস (এবিভিপিএমএস, মানালি) নিখোঁজ ট্রেকারদের সন্ধানে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।