J&K: বাস উল্টে কাশ্মীরের রাস্তায় বহু যাত্রীর মৃতদেহ পড়ে আছে

সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মীরে এত বড় সড়ক দুর্ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে স্পষ্ট হয়েছে ডোডা জেলায় বাস দুর্ঘটনার পর ভয়াবহ পরিস্থিতি। রাস্তায় পড়ে আছে বহু যাত্রীর দেহ। কমপক্ষে ৩৬ জন মৃত। আরও যারা জখম তাদের অনেকে আশঙ্কাজনক।

ভয়াহ দুর্ঘটনা জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। বুধবার ডোডায় একটি বাস ৩০০ মিটার নীচে পাহাড়ের খাঁদে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডোডায় যে দুর্ঘটনা হয় তার জেরে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত বহু। তাঁদের জিএমসি ডোডায় ভার্তি করা হয়েছে ।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বলে খবর।

   

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে বাসটিকে খাদে পড়ে যেতে দেখা যাচ্ছে। অনেকটাই উঁচু থেকে পড়ে যাওয়ায় বাসটি রীতিমতো টুকরো-টুকরো হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এখান থেকেই বাঁক নেওয়ার সময়ে বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।এক সপ্তাহের মধ্যে ডোডা জেলায় এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার বলেছেন, বাসটি, ৫৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের উপর থেকে বাসটি ৩০০ ফুট নিচে পড়ে যায়।দুর্ঘটনার পর কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের ডোডা জেলা জুড়ে শোক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলে রাস্তার উপর পড়ে থাকা মৃত যাত্রীদের ছবি বলে দিচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাস দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা। তিনি বলেন, ‘ডোডায় আসারে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ পাশাপাশি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন