Rajasthan: জাহাঙ্গীরপুরীর ছায়া রাজস্থানে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩০০ বছরের পুরনো মন্দির

ফের শিরোনামে আলওয়ার। প্রায় ৩০০ বছরের পুরনো মন্দিরকে চোখের নিমেষে গুঁড়িয়ে দেওয়া হল রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলার সরাই মহল্লায়।

জানা গিয়েছে, শুক্রবার বুলডোজার ব্যবহার করে ৩০০ বছরের পুরনো একটি শিব মন্দির ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনায় রাজগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

   

বিজেপি শাসিত উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এনডিএমসি) জবরদখল বিরোধী অভিযানের অংশ হিসাবে বুধবার দিল্লির জাহাঙ্গীরপুরিতে বুলডোজার চালায়। রাজস্থানের মন্ত্রী মহেশ যোশী বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, বিষয়গুলি এখন মন্দিরগুলির নামে তৈরি করা হয়। আমরা মন্দিরকে সম্মান করি, আমরা বিজেপির (BJP) লোকদের চেয়ে বেশি ধার্মিক। আমরা ভোটব্যাংকের জন্য ধর্মকে ব্যবহার করি না।”

অন্যদিকে রাজস্থানের বিজেপি সভাপতি ডঃ সতীশ পুনিয়া বলেন, ‘রাজগড় (আলওয়ার) মন্দির মামলার প্রকৃত তদন্তের জন্য আমি ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। এই কমিটি ঘটনাস্থলে যাবে, একটি রিপোর্ট তৈরি করবে এবং আমার কাছে জমা দেবে।”

এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘কারাউলি ও জাহাঙ্গীরপুরীতে অশ্রু ঝরানো এবং হিন্দুদের বিশ্বাসে আঘাত করা- এটাই কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা। অপর একটি টুইটে অমিত মালব্য (Amit Malviya) অভিযোগ করেন, ‘১৮ এপ্রিল কোনও নোটিশ জারি না করেই রাজস্থানের রাজগড় শহরে ৮৫ জন হিন্দুর পাকা বাড়ি ও দোকান নিয়ে বুলডোজার চালায় প্রশাসন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন