Kashmir Encounter: বড়সড় হামলার আগেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ একাধিক জঙ্গি

ফের সেনা জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Sopian) বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, নিহত তিন জঙ্গিই লস্কর-ই-তৈবার (এলইটি) সদস্য ছিল, যারা উপত্যকায় বড় ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিল।
সোপিয়ানের নাগবল এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অভিযানের সময় একটি এনকাউন্টার শুরু হয় যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গি নিহত হয়।

   

কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত তিন জঙ্গির নাম দানিশ খুরশিদ ভাট, তানভীর ওয়ানি ও তৌসিফ ভাট। এই জঙ্গিরা এর আগে কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, এর মধ্যে দানিশ নামে এক জঙ্গি শোপিয়ানে যুবকদের প্রতারিত করে জঙ্গি বানানোর কাজ করত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন